স্বাধীনতার খুন
এই যে, এ দেশ স্বাধীন করতে
দুঃখ সইলো কতই,,,,,,,,
তবু কেনো দেশটা আজো
পরাধীনের মতই ??
এই যে, এ দেশ স্বাধীন করতে
প্রাণ সঁপেছে লাখো লাখ !
প্রাণের ভয়ে চলছি কেনো ?
ভীতি ভরা দু'টি আঁখ !
এই যে, এ দেশ স্বাধীন করতে
এক সমুদ্র রক্ত দান !
আজো কেনো রক্ত ঝড়ে ?
বাতাসেতে রক্ত ঘ্রাণ !
এই যে, এ দেশ স্বাধীন করতে
সম্ভ্রম হারায় লাখো বোন
বোনেরা আজ লাঞ্চিত কেন ?
স্বাধীনতা হয়'রে খুন !
দুঃখ সইলো কতই,,,,,,,,
তবু কেনো দেশটা আজো
পরাধীনের মতই ??
এই যে, এ দেশ স্বাধীন করতে
প্রাণ সঁপেছে লাখো লাখ !
প্রাণের ভয়ে চলছি কেনো ?
ভীতি ভরা দু'টি আঁখ !
এই যে, এ দেশ স্বাধীন করতে
এক সমুদ্র রক্ত দান !
আজো কেনো রক্ত ঝড়ে ?
বাতাসেতে রক্ত ঘ্রাণ !
এই যে, এ দেশ স্বাধীন করতে
সম্ভ্রম হারায় লাখো বোন
বোনেরা আজ লাঞ্চিত কেন ?
স্বাধীনতা হয়'রে খুন !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরিফুল ইসলাম (1990) ০১/০৮/২০১৫বাস্তবিক
-
অ ২৯/০৭/২০১৫দারুন ।।
-
শাহাদাত হোসেন রাতুল ২৮/০৭/২০১৫সুন্দর !!
-
মোবারক হোসেন ২৮/০৭/২০১৫সত্য সবসময় সুন্দর।ধন্যবাদ কবি।
-
জাফর পাঠান ২৮/০৭/২০১৫বেশ ভালো লাগলো আপনার উপস্থাপনা । হে সত্যি এখন স্বাধীনতা বিপন্ন । ভালো লাগা রেখে গেলাম। ভালো থাকুন সতত।