ঈদ
ঈদ আনন্দ, ঈদ খুশি
ভেদাভেদ ভুলে, ধনী গরীব একসাথে
ঈদ মানে ঈদগাহ
সালাতে আল্লাহর ভালবাসা
ভ্রান্তিত্বের কুলাকুলি।
ঈদ হল যাকাতে, গরিবের হকে
ধনীদের মালেতে।
ঈদ হল আনন্দ, মেটে যায় সব দন্ধ
পরস্পরের ভালবাসায়।
ঈদের এই দিনে, সুখেরই সন্ধানে
যত সুখ হোক প্রকাশ।
ঈদের এই দিনে, আত্বীয়তার বন্ধনে
নতুন করে হোক শপথ।
ঈদ আনন্দ, ঈদ খুশি, যেন নয় একটি দিন
হোক সবসময়।
ভেদাভেদ ভুলে, ধনী গরীব একসাথে
ঈদ মানে ঈদগাহ
সালাতে আল্লাহর ভালবাসা
ভ্রান্তিত্বের কুলাকুলি।
ঈদ হল যাকাতে, গরিবের হকে
ধনীদের মালেতে।
ঈদ হল আনন্দ, মেটে যায় সব দন্ধ
পরস্পরের ভালবাসায়।
ঈদের এই দিনে, সুখেরই সন্ধানে
যত সুখ হোক প্রকাশ।
ঈদের এই দিনে, আত্বীয়তার বন্ধনে
নতুন করে হোক শপথ।
ঈদ আনন্দ, ঈদ খুশি, যেন নয় একটি দিন
হোক সবসময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইকরামুল শামীম ০২/০৪/২০২৫খুব চমৎকার
-
ফয়জুল মহী ০১/০৪/২০২৫খুবই চমৎকার লেখা।