বসন্ত
ঝড়ে পড়ে শুকনো পাতা
ভরে উঠে সবুজ অরণ্যে।
ফুলের ঘ্রাণ, আর কোকিলের কন্ঠ
মনের অনুভূতিকে দেয় নাড়া।
চারিদিকে কেবল সবুজ আর সবুজ
কৃষ্ণচূড়া আর শিমুলের রক্তিম বর্ণে
ফুলে ফুলে ভরে উঠে ধরণী
মনে জাগে শিহরণ, সতেজতা।
কখনও কালো মেঘের বৃষ্টির ঝাপটায়
প্রকৃতি হয়ে উঠে আরো প্রাণবন্ত
এ যেন প্রশান্তির হাওয়া।
ভরে উঠে সবুজ অরণ্যে।
ফুলের ঘ্রাণ, আর কোকিলের কন্ঠ
মনের অনুভূতিকে দেয় নাড়া।
চারিদিকে কেবল সবুজ আর সবুজ
কৃষ্ণচূড়া আর শিমুলের রক্তিম বর্ণে
ফুলে ফুলে ভরে উঠে ধরণী
মনে জাগে শিহরণ, সতেজতা।
কখনও কালো মেঘের বৃষ্টির ঝাপটায়
প্রকৃতি হয়ে উঠে আরো প্রাণবন্ত
এ যেন প্রশান্তির হাওয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসিফ আমের চৌধুরী ২৪/০২/২০২৫সুন্দর
-
আমি-তারেক ২৩/০২/২০২৫Bosonter suveccha
-
আলমগীর সরকার লিটন ১৬/০২/২০২৫ফাল্গুনের শুভেচ্ছা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০২/২০২৫বেশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০২/২০২৫বেশ
-
ফয়জুল মহী ১৩/০২/২০২৫দারুণ সুন্দর লিখেছেন কবি।