চলে যাবো অনেক দূর
চলে যাবো, চলে যাবো
আমি অনেক দূর
যেখানে মুক্তি মেলে
পাবো সুখ।
যেখানে থাকবেনা কোন বাঁধা
থাকবে মুক্ত বিহঙ্গে
উড়ে বেড়াবার সুখ।
ঘুরবো আমি প্রান্ত থেকে প্রান্ত
দিগন্তে যেদিকেই চোখ যায়
সেদিকেই আমার ছুটে চলা
পথ যেন শেষ না হয়।
ঘুরবো আমি বিশ্বজোড়া
দেখবো সব অবাক চোখে
এটাই সুখ , মুক্ত বিহঙ্গে
উড়ে বেড়াবার সুখ।
আমি অনেক দূর
যেখানে মুক্তি মেলে
পাবো সুখ।
যেখানে থাকবেনা কোন বাঁধা
থাকবে মুক্ত বিহঙ্গে
উড়ে বেড়াবার সুখ।
ঘুরবো আমি প্রান্ত থেকে প্রান্ত
দিগন্তে যেদিকেই চোখ যায়
সেদিকেই আমার ছুটে চলা
পথ যেন শেষ না হয়।
ঘুরবো আমি বিশ্বজোড়া
দেখবো সব অবাক চোখে
এটাই সুখ , মুক্ত বিহঙ্গে
উড়ে বেড়াবার সুখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস এম অনিক ০৪/০২/২০২৫nice
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০২/২০২৫বেশ সুন্দর কাব্য