শাশ্বত সত্যের সুগন্ধি
যখন তিমির নিশিতে
ডুবিল আরব ভূমি
তখন প্রেমের নূর নবী
এলেন প্রেম নিয়ে।
আর ছড়িয়ে দিলেন,
শাশ্বত সত্যের সুগন্ধি।
আর দেখালেন,
মানবতার নজীর।
তাইতো তিনি আমাদের
প্রিয় নবী, বিশ্ব মানবতার
মহান দরদী।
ডুবিল আরব ভূমি
তখন প্রেমের নূর নবী
এলেন প্রেম নিয়ে।
আর ছড়িয়ে দিলেন,
শাশ্বত সত্যের সুগন্ধি।
আর দেখালেন,
মানবতার নজীর।
তাইতো তিনি আমাদের
প্রিয় নবী, বিশ্ব মানবতার
মহান দরদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/০১/২০২৫ভীষণ সুন্দর লিখেছেন