যখন আমার আত্মা হবে উন্মুক্ত
আমি চলে যাবে নীরব গন্তব্যে-
ছিলাম তো আমি এমনই;
তখন আমি ছিলাম দিগন্তে উন্মুক্ত
হঠাৎই শৃঙ্খলিত হলাম পৃথিবীতে,
আর হয়ে উঠলাম সরব।
আবারও আমি চলে যাবো নীরব গন্তব্যে-
অতঃপর আবার আমি হবো সরব
যখন আমার আত্মা হবে উন্মুক্ত।
ছিলাম তো আমি এমনই;
তখন আমি ছিলাম দিগন্তে উন্মুক্ত
হঠাৎই শৃঙ্খলিত হলাম পৃথিবীতে,
আর হয়ে উঠলাম সরব।
আবারও আমি চলে যাবো নীরব গন্তব্যে-
অতঃপর আবার আমি হবো সরব
যখন আমার আত্মা হবে উন্মুক্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।