অন্যরকম ভালবাসা
হৃদয় দিয়ে দেখি অন্যরকম ভালবাসা!
বোনের স্নেহ মাখা হাত-ই হতে পারে
ক্ষুধা নিবারণের শান্তনা!
ভালবাসার সংজ্ঞা হতে পারে,
কিন্তু বেঁচে থাকার সংজ্ঞা হলো
কেবলই বাস্তবতা।
জীবন সংগ্রামে পরাজিত হতে নেই;
তা না হলে জীবনটাই সংশয়ে পড়বে।
বোনের স্নেহ মাখা হাত-ই হতে পারে
ক্ষুধা নিবারণের শান্তনা!
ভালবাসার সংজ্ঞা হতে পারে,
কিন্তু বেঁচে থাকার সংজ্ঞা হলো
কেবলই বাস্তবতা।
জীবন সংগ্রামে পরাজিত হতে নেই;
তা না হলে জীবনটাই সংশয়ে পড়বে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৩/০১/২০২৫অসামান্য উপস্থাপন।
-
আমি-তারেক ১২/০১/২০২৫বেশ সুন্দর ভাব্না
-
আলমগীর সরকার লিটন ১২/০১/২০২৫সুন্দর অনুভব
-
ফয়জুল মহী ১১/০১/২০২৫অনবদ্য বাক্য বিন্যাস
অপূর্ব কথামালা।
মুগ্ধতা একরাশ।