জীবন
রিকশা চালকের ঘাম ঝড়ানো মধ্য দুপুর।
শ্রমিকের ঘামে সারাদিনের ক্লান্তি।
মুমূর্ষ রোগীর কষ্ট, আর্তনাদ।
সন্তানের জন্য মায়ের মমত্ববোধ, ভালবাসা।
কখনও মায়ের ক্রন্দন দীর্ঘশ্বাস।
এতিম শিশুদের নিদারুণ কষ্ট।
বঞ্চিত স্নেহ, মায়া, মমতা, ভালবাসা।
ষ্টেশনে পড়ে থাকে অবহেলিত জীবন।
ফেরি করা জীবন, সবজি বিক্রেতা।
রাস্তাঘাটে, ফুটপাতে অনেক হকার।
জেলে, তাতী, কুমোরপাড়ার নিদারুণ
কষ্টের জীবন।
শ্রমিকের ঘামে সারাদিনের ক্লান্তি।
মুমূর্ষ রোগীর কষ্ট, আর্তনাদ।
সন্তানের জন্য মায়ের মমত্ববোধ, ভালবাসা।
কখনও মায়ের ক্রন্দন দীর্ঘশ্বাস।
এতিম শিশুদের নিদারুণ কষ্ট।
বঞ্চিত স্নেহ, মায়া, মমতা, ভালবাসা।
ষ্টেশনে পড়ে থাকে অবহেলিত জীবন।
ফেরি করা জীবন, সবজি বিক্রেতা।
রাস্তাঘাটে, ফুটপাতে অনেক হকার।
জেলে, তাতী, কুমোরপাড়ার নিদারুণ
কষ্টের জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৯/০১/২০২৫অপূর্ব সুন্দর লিখন। মুগ্ধতা রইলো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০১/২০২৫বেশ