আমরা টোকাই
মানুষের চোখে আমরা কেবলই টোকাই!
টোকাতে টোকাতে ভুলে গেছি সুখের সংজ্ঞা।
কঙ্কালসার দেহ নিয়ে ক্ষুধার্ত চোখে
কেবলই বুক চাপড়া আর্তনাদ।
কখনও পড়ে থাকি ফুটপাতে
আবার কখনও স্টেশনের প্লাটফর্মে।
নিষ্পোষিত আর অবেহেলিত জীবনে
এতটুকু সুখ আর স্বপ্নে নিয়ে কাটে
প্রতিটা দিন।
জানি না কোন অপরাধে,
বিধাতার কাছেও আমরা উপেক্ষিত!
টোকাতে টোকাতে ভুলে গেছি সুখের সংজ্ঞা।
কঙ্কালসার দেহ নিয়ে ক্ষুধার্ত চোখে
কেবলই বুক চাপড়া আর্তনাদ।
কখনও পড়ে থাকি ফুটপাতে
আবার কখনও স্টেশনের প্লাটফর্মে।
নিষ্পোষিত আর অবেহেলিত জীবনে
এতটুকু সুখ আর স্বপ্নে নিয়ে কাটে
প্রতিটা দিন।
জানি না কোন অপরাধে,
বিধাতার কাছেও আমরা উপেক্ষিত!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০১/২০২৫দারুণ
-
ফয়জুল মহী ০৬/০১/২০২৫চমৎকার উপস্থাপন প্রিয় কবি