তুমি বলো
হ্যাঁ, আমি পাগল, আমি উন্মাদ
কারণ তোমার হাসি, তোমার সৌন্দর্য
আমার হৃদয়কে প্রতিনিয়ত
ক্ষতবিক্ষত করছে।
তুমি বলো- আমি কি করবো?
প্রিয়তমা, কেন আমাকে বঞ্চিত করছো?
আমার অতৃপ্ত আত্মা যে ক্ষুধার্ত
প্রাণচঞ্চল হয়ে আছে,
তোমার একটু স্পর্শের আশায়।
কারণ তোমার হাসি, তোমার সৌন্দর্য
আমার হৃদয়কে প্রতিনিয়ত
ক্ষতবিক্ষত করছে।
তুমি বলো- আমি কি করবো?
প্রিয়তমা, কেন আমাকে বঞ্চিত করছো?
আমার অতৃপ্ত আত্মা যে ক্ষুধার্ত
প্রাণচঞ্চল হয়ে আছে,
তোমার একটু স্পর্শের আশায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুরনবী সরকার ০৩/০১/২০২৫অনেক সুন্দর উপস্থাপনা
-
ফয়জুল মহী ০১/০১/২০২৫চমৎকার লেখা
শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো ,
সুস্থ ও সুন্দর হোক আগামী দিনগুলো l -
আলমগীর সরকার লিটন ০১/০১/২০২৫শুভ নতুন বছরের শুভেচ্ছা
-
শ.ম. শহীদ ৩১/১২/২০২৪কঠিন অবস্থা...