হৃদয় দিয়ে দেখি
ক্ষুধার্ত মানুষেরা যখন হাহাকার করে,
তখল ধুলোয় মিশানো চালও
মূল্যবান হয়ে উঠে কখনও কখনও।
হৃদয় দিয়ে যখন দেখি
মানুষের বেঁচে থাকার কষ্ট,
তখন মনের অজান্তেই চোখ বেয়ে
গড়িয়ে পড়ে পানি আর
হৃদয়ে রক্তক্ষরণ।
তখল ধুলোয় মিশানো চালও
মূল্যবান হয়ে উঠে কখনও কখনও।
হৃদয় দিয়ে যখন দেখি
মানুষের বেঁচে থাকার কষ্ট,
তখন মনের অজান্তেই চোখ বেয়ে
গড়িয়ে পড়ে পানি আর
হৃদয়ে রক্তক্ষরণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।