প্রিয়তমা
অনেক কথায় বলতে ইচ্ছে করে,
এ হৃদয় ধূ - ধূ বালুচরের মতই হাহাকার
করছে, তোমার তৃষ্ণায়।
প্রিয়তমা, কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছো,
ভালবাসার শরাব আমাকে একটু পান
করতে দাও।
এ হৃদয় ধূ - ধূ বালুচরের মতই হাহাকার
করছে, তোমার তৃষ্ণায়।
প্রিয়তমা, কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছো,
ভালবাসার শরাব আমাকে একটু পান
করতে দাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০১/২০২৫দারুণ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ৩০/১২/২০২৪ভালো
-
ফয়জুল মহী ২৯/১২/২০২৪খুব চমৎকার লেখা
-
শ.ম. শহীদ ২৯/১২/২০২৪দারুণ লিখেছেন কবি।