অসাধারণ বালিকা
অসাধারণ বালিকা তুমি
বিলের পদ্মফুল,
আমাকে ভালবাসতে যেন
না হয় তোমার ভুল।
বিলের পদ্মফুল,
আমাকে ভালবাসতে যেন
না হয় তোমার ভুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ৩০/১২/২০২৪কি সুন্দর অনুভুতি
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/১২/২০২৪নাইস
-
ফয়জুল মহী ২৬/১২/২০২৪এ এক অসাধারণ লেখা!
ভীষণ মুগ্ধ হলাম পাঠে। -
শ.ম. শহীদ ২৬/১২/২০২৪পদ্ম আমি জলে ভাসা
ভালোবাসা কই
আসবে ওলি মধু নিতে
তা্রই আশায় রই।
===============চমৎকার অনুকবিতার জন্য সাধুবাদ জানাই। ভালো থাকুন কবি।