অনিশ্চিত যাত্রা
এভাবেই একেকটি দিন পিছনে চলে যাচ্ছে-
জীবনে অনেক কিছুই হারিয়ে গেছে!
সামনে কি পাবো জানি জানি না।
জীবনের একেকটি ভুল আমার জীবনকে
কঠিন বাস্তবতার দিকে ধাবিত করেছে।
জীবনের আশা আকাঙ্খার কি মূল্যে আছে?
ভাললাগার, ভালবাসার মানুষগুলো,
কেবল দুঃস্বপ্নের মধ্যেই রয়ে যায়!
স্বার্থপর পৃথিবীতে প্রত্যেকটি মানুষ ই যে-
কেবল নিজের কথায় ভাবে।
আসলে জীবনে কি অর্জন করলাম?
তাই জীবন হল সুদূর পরাভূত
অনিশ্চিত যাত্রা।
জীবনে অনেক কিছুই হারিয়ে গেছে!
সামনে কি পাবো জানি জানি না।
জীবনের একেকটি ভুল আমার জীবনকে
কঠিন বাস্তবতার দিকে ধাবিত করেছে।
জীবনের আশা আকাঙ্খার কি মূল্যে আছে?
ভাললাগার, ভালবাসার মানুষগুলো,
কেবল দুঃস্বপ্নের মধ্যেই রয়ে যায়!
স্বার্থপর পৃথিবীতে প্রত্যেকটি মানুষ ই যে-
কেবল নিজের কথায় ভাবে।
আসলে জীবনে কি অর্জন করলাম?
তাই জীবন হল সুদূর পরাভূত
অনিশ্চিত যাত্রা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৮/১২/২০২৪Sundor onuvutir prokash
-
আলমগীর সরকার লিটন ১৫/১২/২০২৪সুন্দর এক অনুভব
-
ফয়জুল মহী ১৪/১২/২০২৪বাহ্ অসাধারণ লিখেছেন । খুব ভালো লাগলো