প্রিয়দর্শিনী
প্রতিটি মুহূর্তেই ভেসে উঠে প্রিয়দর্শিনী’র
মায়াময় মুখখানি।
তার চঞ্চলতা, দুষ্টমি এখনও আমার মনে ঝড় তুলে।
আমি জানি আমি কি হারিয়েছি!
আমি জীবন যুদ্ধে পরাভূত একজন সৈনিকের মতোই।
আমি তো হারিয়েছি,
আমার জীবনের মূল্যবান সম্পদ।
তাই তো আমি আর হারাবার ভয় করি না।
মায়াময় মুখখানি।
তার চঞ্চলতা, দুষ্টমি এখনও আমার মনে ঝড় তুলে।
আমি জানি আমি কি হারিয়েছি!
আমি জীবন যুদ্ধে পরাভূত একজন সৈনিকের মতোই।
আমি তো হারিয়েছি,
আমার জীবনের মূল্যবান সম্পদ।
তাই তো আমি আর হারাবার ভয় করি না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৩/১২/২০২৪
খুব ভালো লাগলো।