নিষ্পেষিত জীবন
নিষ্পেষিত জীবনের অগ্নিতে পুড়ে এ জীবন-
আসলেই তো আমরা তো এমনি মানুষ,
আমরা তো অগ্নি হতেই এসেছি।
পানি থেকে বরফ হয়
আর নদীর স্রোতে;
ধূলিকণা জমে পাথর হয়,
এ কথা তো সবারই জানা।
ছাই-ভষ্ম হতে ধূলিকণা,
আসলেই তো আমরা - তো
চূর্ণবিচূর্ণ মানুষ।
আসলেই তো আমরা তো এমনি মানুষ,
আমরা তো অগ্নি হতেই এসেছি।
পানি থেকে বরফ হয়
আর নদীর স্রোতে;
ধূলিকণা জমে পাথর হয়,
এ কথা তো সবারই জানা।
ছাই-ভষ্ম হতে ধূলিকণা,
আসলেই তো আমরা - তো
চূর্ণবিচূর্ণ মানুষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১১/২০২৪বেশ সুন্দর
-
শ.ম. শহীদ ২৫/১১/২০২৪খুব সুন্দর হয়েছে।