অবেলায়
"অবেলায়"
প্রতিদিন-ই-সূর্য অস্ত যায় গোধূলি লগ্নে;
আবার প্রতিদিন-ই- ভোর হয়, সূর্য উঠে
আশা মানুষকে এমনি বাঁচিয়ে রাখে!
প্রতিটা মানুষ-ই-একটি নতুন সকালের
প্রতিক্ষায় থাকে!
সে ভাবে আজ নইতো কাল
আমার জীবনের সুন্দর সমাপ্তি ঘটবে!
কিন্তু মানুষের জীবনে এমনটা
প্রাপ্তি ঘটে না!
অসমাপ্ত জীবনে, অবেলায় ডুবে যায় তরী!
এটাই কি নিয়তি, স্রষ্টার নির্ধারণ!
এ কেমন খেলা খেলছেন তিঁনি!
এ অমোক সত্যে আমরা সকলেই
বাঁধা পড়ে আছি!
প্রতিদিন-ই-সূর্য অস্ত যায় গোধূলি লগ্নে;
আবার প্রতিদিন-ই- ভোর হয়, সূর্য উঠে
আশা মানুষকে এমনি বাঁচিয়ে রাখে!
প্রতিটা মানুষ-ই-একটি নতুন সকালের
প্রতিক্ষায় থাকে!
সে ভাবে আজ নইতো কাল
আমার জীবনের সুন্দর সমাপ্তি ঘটবে!
কিন্তু মানুষের জীবনে এমনটা
প্রাপ্তি ঘটে না!
অসমাপ্ত জীবনে, অবেলায় ডুবে যায় তরী!
এটাই কি নিয়তি, স্রষ্টার নির্ধারণ!
এ কেমন খেলা খেলছেন তিঁনি!
এ অমোক সত্যে আমরা সকলেই
বাঁধা পড়ে আছি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরিফুল ইসলাম (1990) ০১/১০/২০২৩সুন্দর
-
অভিজিৎ হালদার ২৫/০৯/২০২৩সুন্দর ভাবনা।
-
ফয়জুল্লাহসাকি ২৫/০৯/২০২৩এমন বাঁধন খুব সহজেই খুলে নেওয়া যায় আর তা থেকে নিজের সঠিক পথও পাওয়া যায়। শুধু প্রয়োজন সৎ-সাহস আর প্রচেষ্টা।
-
আলমগীর সরকার লিটন ২৪/০৯/২০২৩বাহ সুন্দর এক অনুভব
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৯/২০২৩অনুপম
-
ফয়জুল মহী ২৩/০৯/২০২৩অনেক সুন্দর প্রকাশ