অবেলায়
প্রতিদিন-ই-সূর্য অস্ত যায় গোধূলি লগ্নে;
আবার প্রতিদিন-ই- ভোর হয়, সূর্য উঠে
আশা মানুষকে এমনি বাঁচিয়ে রাখে!
প্রতিটা মানুষ-ই-একটি নতুন সকালের
প্রতিক্ষায় থাকে!
সে ভাবে আজ নইতো কাল
আমার জীবনের সুন্দর সমাপ্তি ঘটবে!
কিন্তু মানুষের জীবনে এমনটা
প্রাপ্তি ঘটে না!
অসমাপ্ত জীবনে, অবেলায় ডুবে যায় তরী!
এ কেমন খেলা খেলছেন তিঁনি!
এ অমোঘ সত্যে আমরা সকলেই
বাঁধা পড়ে আছি!
আবার প্রতিদিন-ই- ভোর হয়, সূর্য উঠে
আশা মানুষকে এমনি বাঁচিয়ে রাখে!
প্রতিটা মানুষ-ই-একটি নতুন সকালের
প্রতিক্ষায় থাকে!
সে ভাবে আজ নইতো কাল
আমার জীবনের সুন্দর সমাপ্তি ঘটবে!
কিন্তু মানুষের জীবনে এমনটা
প্রাপ্তি ঘটে না!
অসমাপ্ত জীবনে, অবেলায় ডুবে যায় তরী!
এ কেমন খেলা খেলছেন তিঁনি!
এ অমোঘ সত্যে আমরা সকলেই
বাঁধা পড়ে আছি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরিফুল ইসলাম (1990) ০১/১০/২০২৩সুন্দর
-
অভিজিৎ হালদার ২৫/০৯/২০২৩সুন্দর ভাবনা।
-
ফয়জুল্লাহসাকি ২৫/০৯/২০২৩এমন বাঁধন খুব সহজেই খুলে নেওয়া যায় আর তা থেকে নিজের সঠিক পথও পাওয়া যায়। শুধু প্রয়োজন সৎ-সাহস আর প্রচেষ্টা।
-
আলমগীর সরকার লিটন ২৪/০৯/২০২৩বাহ সুন্দর এক অনুভব
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৯/২০২৩অনুপম
-
ফয়জুল মহী ২৩/০৯/২০২৩অনেক সুন্দর প্রকাশ