নির্বাসন
ভালবাসার বিরহে আমি উত্তপ্ত
এতটাই পুড়িছি, হয়েছি ভষ্ম ছাই।
তাইতো তাকে নির্বাসনে পাঠিয়ে
আমি ভিজতে চায় প্রচন্ড বৃষ্টিতে।
ভালবাসা,
আগে তুমি শাস্তি ভোগ করে এসো
অতঃপর,
আমি তোমাকে জানাবো অভিনন্দন।
এতটাই পুড়িছি, হয়েছি ভষ্ম ছাই।
তাইতো তাকে নির্বাসনে পাঠিয়ে
আমি ভিজতে চায় প্রচন্ড বৃষ্টিতে।
ভালবাসা,
আগে তুমি শাস্তি ভোগ করে এসো
অতঃপর,
আমি তোমাকে জানাবো অভিনন্দন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইবনে মিজান ০৬/১১/২০১৯Nice
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১০/২০১৯ভালো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/১০/২০১৯ভাল লাগল