প্রেমের সমাধি
আমার হৃদয়ের ফুটা ফুল নইতো ভুল
তোমার সকল অহমিকা,
দাম্ভিকতা উপড়ে যাক নিমিষে
কল্যাণের কথা যদি নাই ভাব,
জীবনটা তোমার যত ভুল।
ফুল যদি তুমি তুচ্ছ মান,
অজ্ঞতাই তোমার কাটাই কূল।
ভ্রমর আসে নিছক প্রাণী হয়ে,
তুমি না আস বুঝে
তোমার চেয়ে ভ্রমরইতো শ্রেয়,
সর্বদাই কল্যাণ মানে।
অমর আমি হব কিনা জানি না
অমর আমায় করে দিও,
এটাই আমার কামনা।
তুমি যদি থাক আধারে
আমি থাকব আলোয়
আলো হয়ে ছড়াব আমি প্রেম বিশ্বময়।
শ্রেষ্ঠত্বের লড়ায়ে
আমি জিতব মরণে
কেঁদো না তুমি যদি ভাঙ্গে ভুল
এক মুঠো মাটি দিও, দিও ফুল,
এই আমার সাত্ত্বনা।
তোমার সকল অহমিকা,
দাম্ভিকতা উপড়ে যাক নিমিষে
কল্যাণের কথা যদি নাই ভাব,
জীবনটা তোমার যত ভুল।
ফুল যদি তুমি তুচ্ছ মান,
অজ্ঞতাই তোমার কাটাই কূল।
ভ্রমর আসে নিছক প্রাণী হয়ে,
তুমি না আস বুঝে
তোমার চেয়ে ভ্রমরইতো শ্রেয়,
সর্বদাই কল্যাণ মানে।
অমর আমি হব কিনা জানি না
অমর আমায় করে দিও,
এটাই আমার কামনা।
তুমি যদি থাক আধারে
আমি থাকব আলোয়
আলো হয়ে ছড়াব আমি প্রেম বিশ্বময়।
শ্রেষ্ঠত্বের লড়ায়ে
আমি জিতব মরণে
কেঁদো না তুমি যদি ভাঙ্গে ভুল
এক মুঠো মাটি দিও, দিও ফুল,
এই আমার সাত্ত্বনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইবনে মিজান ০৬/১১/২০১৯অনবদ্য
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/০১/২০১৮বিরহে যাতনা , মন আনমনা ।
প্রীতির বাঁধনে আসুক সান্তনা । -
আব্দুল হক ২১/০১/২০১৮বেশ আবেগীয়!
-
আরিফ নীরদ ২১/০১/২০১৮সুন্দরতম।
-
কামরুজ্জামান সাদ ২১/০১/২০১৮দারুণ লেখা।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০১/২০১৮ভালো লাগলো।