সেই কণ্ঠসর
সেই কণ্ঠসর
কবি-মোঃ সোহেল মাহমুদ
সেদিন একটি বজ্রকন্ঠ আকাশে বাতাসে ধ্বনিতেছিল
সেই সুর, সেই গান বিজয়ের
লাখো মানুষের জয়ধ্বনি, জয় বাংলা।
নির্যাযিত মানুষকে মুক্তি দিতে
তুমি শুনালে তোমার অমর কাব্যখানি।
কোটি মানুষের স্পন্দন
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিব।
বাঙালি পেতনা বাঙালির সংজ্ঞা
তুমি দিলে বাঙালির মুক্তির সনদ
তুমি এনে দিলে স্বাধীনতা।
তোমারই বজ্রকন্ঠ আজও মানুষের মনে
হৃদয় দিয়ে বুঝি, তুমি ছিলে সাহসী
কাপন ধরিয়েছেলে অত্যাচারীর মনে।
আবার তুমি ছিলে প্রকৃতির মতই শান্ত।
বাঙালির মনে এনে দিলে চির বসন্ত।
বাংলা তোমারই সংগ্রামের ফসল
বাঙলা ও বাঙালির মুজিব থাকবে
বাংলাদেশ যতদিন থাকবে।
মুজিব তুমি অমর, বেঁচে রইবে চিরকাল
মানুষের মনে মনে।
কবি-মোঃ সোহেল মাহমুদ
সেদিন একটি বজ্রকন্ঠ আকাশে বাতাসে ধ্বনিতেছিল
সেই সুর, সেই গান বিজয়ের
লাখো মানুষের জয়ধ্বনি, জয় বাংলা।
নির্যাযিত মানুষকে মুক্তি দিতে
তুমি শুনালে তোমার অমর কাব্যখানি।
কোটি মানুষের স্পন্দন
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিব।
বাঙালি পেতনা বাঙালির সংজ্ঞা
তুমি দিলে বাঙালির মুক্তির সনদ
তুমি এনে দিলে স্বাধীনতা।
তোমারই বজ্রকন্ঠ আজও মানুষের মনে
হৃদয় দিয়ে বুঝি, তুমি ছিলে সাহসী
কাপন ধরিয়েছেলে অত্যাচারীর মনে।
আবার তুমি ছিলে প্রকৃতির মতই শান্ত।
বাঙালির মনে এনে দিলে চির বসন্ত।
বাংলা তোমারই সংগ্রামের ফসল
বাঙলা ও বাঙালির মুজিব থাকবে
বাংলাদেশ যতদিন থাকবে।
মুজিব তুমি অমর, বেঁচে রইবে চিরকাল
মানুষের মনে মনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
শুভেচ্ছা কবি।