মনে পড়ে তোমায়
ভালো লাগে না এখন আমার কিছুই
পারি না কোন কাজে মন বসাতে,
একটি দিন যেন একটি বছর
প্রতিক্ষার প্রহর কবে শেষ হবে জানি না।
যেদিকে তাঁকায় চোখে শুধু একটি ছবি
সে কেবলই তুমি আর তুমি।
সকল মেয়েই এখন আমার কাছে অ-সুন্দর
আমার চোখে তুমিই কেবল সুন্দর।
মনে হয় এইতো তুমি আমার কাছেই আছো
আমি জানি, তুমি কেবল আমাকেই ভালবাসো
আর তোমার মনে, আমার ছবি আঁকো।
পারি না কোন কাজে মন বসাতে,
একটি দিন যেন একটি বছর
প্রতিক্ষার প্রহর কবে শেষ হবে জানি না।
যেদিকে তাঁকায় চোখে শুধু একটি ছবি
সে কেবলই তুমি আর তুমি।
সকল মেয়েই এখন আমার কাছে অ-সুন্দর
আমার চোখে তুমিই কেবল সুন্দর।
মনে হয় এইতো তুমি আমার কাছেই আছো
আমি জানি, তুমি কেবল আমাকেই ভালবাসো
আর তোমার মনে, আমার ছবি আঁকো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মলয় ঘটক ২৩/১০/২০১৬Onek sundor
-
সোলাইমান ২৩/১০/২০১৬বেশ তো,খুব ভাল।
-
মুহাম্মদ মনিরুজ্জামান ২৩/১০/২০১৬ভালবাসার আকুতি। সুন্দর
-
এন.আফরিন ২২/১০/২০১৬আকুতি!
-
মোনালিসা ২২/১০/২০১৬বেশ ভাল হয়েছে।
-
jannatul ripa ২২/১০/২০১৬বাহ বেশ