আমার ভালবাসা
আমার ভালবাসা
- মোঃ সোহেল মাহমুদ
আমি চেয়েছিলাম হাসতে আরো কটা দিন-
বন্ধু, কেন তুমি এসেছিলে আমাকে কাঁদাতে?
কেন তুমি এসেছিলে আমাকে কাঁদাতে?
কে থামাবে আমার মনের ক্রন্দন সাগর?
তুমি চলে যাবে, হয়তবা, দেখব না আর তোমাকে
তবে মনের মাঝে বন্ধু তোমায় রেখেছি যতনে।
দূরে যাও।- যাও। তবু ভুলিও না বন্ধু আমাকে।
বুক ভরা কষ্ট নিয়ে হয়তবা
বেঁচে থাকব আর কটা দিন।
যদি হাসাতে না পার চোখের জলে ভিজিও আমায়
আমি করিব গোসল তোমারই চোখের জলে....
কে শুনাবে তোমাকে, আমার কবিতায় মালিকের প্রশংসা
কে শুনাবে তোমাকে ভালবাসার কবিতা।
বন্ধু দূরে যাও। যাও । তবু ভেবে যাও একটুখানি
আমার পরশ পেয়ে তুমি -ত- হতে পবিত্র।
- মোঃ সোহেল মাহমুদ
আমি চেয়েছিলাম হাসতে আরো কটা দিন-
বন্ধু, কেন তুমি এসেছিলে আমাকে কাঁদাতে?
কেন তুমি এসেছিলে আমাকে কাঁদাতে?
কে থামাবে আমার মনের ক্রন্দন সাগর?
তুমি চলে যাবে, হয়তবা, দেখব না আর তোমাকে
তবে মনের মাঝে বন্ধু তোমায় রেখেছি যতনে।
দূরে যাও।- যাও। তবু ভুলিও না বন্ধু আমাকে।
বুক ভরা কষ্ট নিয়ে হয়তবা
বেঁচে থাকব আর কটা দিন।
যদি হাসাতে না পার চোখের জলে ভিজিও আমায়
আমি করিব গোসল তোমারই চোখের জলে....
কে শুনাবে তোমাকে, আমার কবিতায় মালিকের প্রশংসা
কে শুনাবে তোমাকে ভালবাসার কবিতা।
বন্ধু দূরে যাও। যাও । তবু ভেবে যাও একটুখানি
আমার পরশ পেয়ে তুমি -ত- হতে পবিত্র।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইফ রুদাদ ১৪/১০/২০১৬সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৪/১০/২০১৬পড়লাম।
-
মনিরুজ্জামান শুভ্র ১৩/১০/২০১৬কবিতার প্রতি যত্নশীল হতে হবে। কবিতার নন্দন তত্ত্বের দিকে খেয়াল রাখতে হবে। শুভ কামনা রইলো।