আমার ভালবাসা
আমি চেয়েছিলাম হাসতে আরো কটা দিন-
বন্ধু, কেন তুমি এসেছিলে আমাকে কাঁদাতে?
কেন তুমি এসেছিলে আমাকে কাঁদাতে?
কে থামাবে আমার মনের ক্রন্দন সাগর?
তুমি চলে যাবে, হয়তবা, দেখব না আর তোমাকে
তবে মনের মাঝে বন্ধু তোমায় রেখেছি যতনে।
দূরে যাও।- যাও। তবু ভুলিও না বন্ধু আমাকে।
বুক ভরা কষ্ট নিয়ে হয়তবা বেঁচে থাকব আর কটা দিন।
যদি হাসাতে না পারো চোখের জলে ভিজিও আমায়
আমি করিব গোসল তোমারই চোখের জলে....
বন্ধু দূরে যাও। যাও । তবু ভেবে যাও একটুখানি
আমার পরশ পেয়ে তুমি -ত- হতে পবিত্র।
বন্ধু, কেন তুমি এসেছিলে আমাকে কাঁদাতে?
কেন তুমি এসেছিলে আমাকে কাঁদাতে?
কে থামাবে আমার মনের ক্রন্দন সাগর?
তুমি চলে যাবে, হয়তবা, দেখব না আর তোমাকে
তবে মনের মাঝে বন্ধু তোমায় রেখেছি যতনে।
দূরে যাও।- যাও। তবু ভুলিও না বন্ধু আমাকে।
বুক ভরা কষ্ট নিয়ে হয়তবা বেঁচে থাকব আর কটা দিন।
যদি হাসাতে না পারো চোখের জলে ভিজিও আমায়
আমি করিব গোসল তোমারই চোখের জলে....
বন্ধু দূরে যাও। যাও । তবু ভেবে যাও একটুখানি
আমার পরশ পেয়ে তুমি -ত- হতে পবিত্র।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/১০/২০১৬ভাল হয়েছে।
-
রোজারিও ০৯/১০/২০১৬খ্যক খ্যক ।হাঁসছি ।কবিতা হাসায়ও!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/১০/২০১৬খুব সুন্দর। শুভেচ্ছা কবিকে।
-
অঙ্কুর মজুমদার ০৯/১০/২০১৬vloo