মৃত্যুকে আলিঙ্গন কর
মৃত্যুকে আলিঙ্গন কর
মোঃ সোহেল মাহমুদ
পাজর ভেঙে গেছে
রক্তাক্ত মনে কেবলই হাহাকার
যন্ত্রনার আরেক নাম জীবন।
কবে পাব স্রষ্টার সাথে দেখা
প্রতিনিয়তই অশান্তির আগুন,
জানি না বেঁচে থাকার কি মানে
যন্ত্রণা কেবলই যন্ত্রণা।
মৃত্যুকে মনে কর কেন এত দূরে
মৃত্যুত কাছাকাছি,
হৃদয়ে বেড়ে যায় আকুতি।
মৃত্যুত হবে তোমার এখনই।
জীবনের অসত্যের আকর্ষণ
স্রষ্টার তরে করে বিসর্জন।
কি হবে করে এত পাপ
এত কেবল জাহান্নামের জ্বালানি।
ক্ষনিকের পৃথিবীতে মানুষ বোকা
শয়তান তাদের দেয় ধোকা
নেই তাদের বেঁচে থাকার কোন আশা
তবুও তাদের কেন ভুলে থাকা?
তাহলে কি অনন্ত জান্নাতের বদলে
জাহান্নামই তাদের আশা?
মোঃ সোহেল মাহমুদ
পাজর ভেঙে গেছে
রক্তাক্ত মনে কেবলই হাহাকার
যন্ত্রনার আরেক নাম জীবন।
কবে পাব স্রষ্টার সাথে দেখা
প্রতিনিয়তই অশান্তির আগুন,
জানি না বেঁচে থাকার কি মানে
যন্ত্রণা কেবলই যন্ত্রণা।
মৃত্যুকে মনে কর কেন এত দূরে
মৃত্যুত কাছাকাছি,
হৃদয়ে বেড়ে যায় আকুতি।
মৃত্যুত হবে তোমার এখনই।
জীবনের অসত্যের আকর্ষণ
স্রষ্টার তরে করে বিসর্জন।
কি হবে করে এত পাপ
এত কেবল জাহান্নামের জ্বালানি।
ক্ষনিকের পৃথিবীতে মানুষ বোকা
শয়তান তাদের দেয় ধোকা
নেই তাদের বেঁচে থাকার কোন আশা
তবুও তাদের কেন ভুলে থাকা?
তাহলে কি অনন্ত জান্নাতের বদলে
জাহান্নামই তাদের আশা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ১৩/১০/২০১৫ব্যাথিত এ আর্তনাত মনকে সিক্ত করে গেল কবিবন্ধু।
-
শমসের শেখ ১৩/১০/২০১৫কবি ভালোই লিখেছেন তবে কবিতার মাঝে মাঝে একটু বিচ্যুতি গটেছে।
-
দেবব্রত সান্যাল ১৩/১০/২০১৫কবিকে বড় অশান্ত মনে হলো। হতাশা কোনো পথ নয়।
-
বিকাশ দাস ১৩/১০/২০১৫ভালো লাগার মতো।
-
মোবারক হোসেন ১৩/১০/২০১৫কবিতায় বেচে থাকায় হাহাকার ফুটে উঠেছে ঠিকই।
কিন্তু হাহাকারের কারন সুপস্ট নয়। তবুও সুন্দর কবিতা।
অনেক অনেক শুভেচ্ছা রইল কবিকে।