সত্যের আহ্বান
সত্যের আহ্বান
মোঃ সোহেল মাহমুদ
চারদিকেই শুধু স্রষ্টার আহ্বান
সত্যের হবেনা অবসান।
চাঁদের হাসি কি যে অপরূপ
সূর্যের আলো, পাখপাখালির গান
সকলেই গাই স্রষ্টার গান।
মানুষ তোমার জীবনের সব অর্জন
স্রষ্টার তরে কর বিসর্জন।
দুনিয়াতে নেইতো তোমার কিছুই
তবুও কেন কর এত ছলচাতুরি?
কি অসহায় মানুষ তুমি
তোমার মনে একি পরিহাস!
নিশ্বাস যাবে থমকে এখনই
অহেতুক কেন কর
আল্লাহর সাথে পাগলামি।
মোঃ সোহেল মাহমুদ
চারদিকেই শুধু স্রষ্টার আহ্বান
সত্যের হবেনা অবসান।
চাঁদের হাসি কি যে অপরূপ
সূর্যের আলো, পাখপাখালির গান
সকলেই গাই স্রষ্টার গান।
মানুষ তোমার জীবনের সব অর্জন
স্রষ্টার তরে কর বিসর্জন।
দুনিয়াতে নেইতো তোমার কিছুই
তবুও কেন কর এত ছলচাতুরি?
কি অসহায় মানুষ তুমি
তোমার মনে একি পরিহাস!
নিশ্বাস যাবে থমকে এখনই
অহেতুক কেন কর
আল্লাহর সাথে পাগলামি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।