সবকিছুই আল্লাহর
এই জীবন আল্লাহর এক পরীক্ষা
হে মানুষ তোমরা ভেবোনা
এই পৃথিবী তোমার শেষ।
যদি মৃত্যুকে অবিশ্বাস না করো
তাহলে পরকালকে মানো
আর ভয় কর জ্বলন্ত অগ্নিকে
যা পাপীদের বিনাশ করবে।
আল্লাহ এভাবেই সত্যকে
বর্ণনা করেন কুরআনে।
যাতে মানুষ সচেতন হতে পারে
তিনি এক, মহান দয়াময় প্রভু ।
যিনি রাসূল পাঠিয়েই সতর্ক করেননি
দিয়েছেন উত্তম কুরআন
যা চরম সত্য বাণী,
যাতে রয়েছে জীবনের পূর্ণ দর্শন।
হে মানুষ ভেবে দেখো
তোমার স্রষ্টা কি এক না শরিক?
শ্রেষ্ঠ মানুষের জ্ঞান কি এতই দুর্বল?
সৃষ্টির সেরা হয়ে কিভাবে তারা
শরীক করে মহান আল্লাহর?
আল্লাহ তো সর্বশক্তিমান
সবকিছুর মালিক তো তিঁনিই।
সহস্র কোটি বছরের পৃথিবীতে
হঠাৎই একটি শিশু জন্ম নিল পৃথিবীতে।
শিশুটি নিষ্পাপ, যখন বুঝতে শিখলো
তখন সে জানলো আমাকে মরতে হবে
মরণ তো চরম সত্য, নিশ্চিত।
যখন সত্য সামনে এসে পড়বে
তখন মানুষ বলবে হায় আমাদের
কি হল? আল্লাহ তো সত্য বলেছিলেন
আমরা কেন অবহেলা করেছি।
মানুষ তখন নিজ কৃতকর্মের অনুশোচনা
করবে, যেজন্য তারা অস্বীকার করেছিল।
কিন্তু সেদিন কারো কোন ওজর মানা হবে না
সকল ক্ষমতা হবে শুধু আল্লাহর, শুধু আল্লাহর।
হে মানুষ তোমরা ভেবোনা
এই পৃথিবী তোমার শেষ।
যদি মৃত্যুকে অবিশ্বাস না করো
তাহলে পরকালকে মানো
আর ভয় কর জ্বলন্ত অগ্নিকে
যা পাপীদের বিনাশ করবে।
আল্লাহ এভাবেই সত্যকে
বর্ণনা করেন কুরআনে।
যাতে মানুষ সচেতন হতে পারে
তিনি এক, মহান দয়াময় প্রভু ।
যিনি রাসূল পাঠিয়েই সতর্ক করেননি
দিয়েছেন উত্তম কুরআন
যা চরম সত্য বাণী,
যাতে রয়েছে জীবনের পূর্ণ দর্শন।
হে মানুষ ভেবে দেখো
তোমার স্রষ্টা কি এক না শরিক?
শ্রেষ্ঠ মানুষের জ্ঞান কি এতই দুর্বল?
সৃষ্টির সেরা হয়ে কিভাবে তারা
শরীক করে মহান আল্লাহর?
আল্লাহ তো সর্বশক্তিমান
সবকিছুর মালিক তো তিঁনিই।
সহস্র কোটি বছরের পৃথিবীতে
হঠাৎই একটি শিশু জন্ম নিল পৃথিবীতে।
শিশুটি নিষ্পাপ, যখন বুঝতে শিখলো
তখন সে জানলো আমাকে মরতে হবে
মরণ তো চরম সত্য, নিশ্চিত।
যখন সত্য সামনে এসে পড়বে
তখন মানুষ বলবে হায় আমাদের
কি হল? আল্লাহ তো সত্য বলেছিলেন
আমরা কেন অবহেলা করেছি।
মানুষ তখন নিজ কৃতকর্মের অনুশোচনা
করবে, যেজন্য তারা অস্বীকার করেছিল।
কিন্তু সেদিন কারো কোন ওজর মানা হবে না
সকল ক্ষমতা হবে শুধু আল্লাহর, শুধু আল্লাহর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ২৮/০৯/২০১৪চমৎকার লিখেছেন । ভাল লাগলো।
-
স্বপন রোজারিও(১) ২৭/০৯/২০১৪দরুণ হয়েছে।
-
আবু সাহেদ সরকার ২৭/০৯/২০১৪বেশ লাগলো কবি।