www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রকৃতির মমতা

প্রকৃতির মমতা
মো.সোহেল মাহমুদ

প্রকৃতির প্রেম যে চরম ভালবাসে
পুথিত করিল যার মনের ভিতর
কে পারে ঠেকাতে তাকে ধন্য হয় যে সে
কল্যাণে অকল্যাণে বৃক্ষই মনোহর।
চোখ মেলিয়া দেখিল যে প্রেম সুন্দর
আধার ডাকিতে নাহি পারে আলোতে সে
সর্বদাই দেখে সে শোভিত পুষ্পদার
ডাকিল প্রকৃতি, প্রেম ভর হেসে হেসে।

প্রকৃতির প্রেম যার নাহি লাগে ছোয়া
অভিশাপ জীবনে শুধুই কাতরতা
প্রকৃতির কাছে সে শুকনা ঝরা পাতা
জীবন থাকিতে যার আলোতেই ছায়া।
প্রকৃতির প্রেম, বলি না আসিলে মনে
সর্বদাই জীবন তোমার ধূসর মানে।
***
সনেট কবিতাটি লিখতে পের্ত্রাক এবং শেক্সপীয়রের রীতি অনুসরণ করা হয়। কবিতার প্রথম চারটি চরণ এবং শেষ দুটি চরণ শেক্সপীয়রীয় রীতিতে রচিত। আর বাকি চরণগুলো রচিত পেত্রার্কীয় রীতিতে। চরণগুলোর মিলবিন্যাস-কখ,কখ,খক,খক,গঘ,ঘগ,ঙঙ।
নির্বাহী সম্পাদক, সাহিত্য ম্যাগাজিন, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ১৭/০৯/২০১৪
    বেশ ভালো লাগলো।
  • কবিতাটি অনেক ভাল লাগলো...। কিন্তু সনেট নিয়ে কিছু কথা ছিল, কবি শেক্সপীয়রীয় রীতি এবং পেত্রাকীয় রীতির মিশ্রণে যে সনেটি লিখেছেন এটি আসলে প্রচলিত রীতির বাইরে,তার পরও পেত্রাকীয় রীতিতে sestet, হবে c d e c d e or c d c d c d, আর octave এ ও আপনি কিছুটা ভুল করেছেন, আপনার octave আপনার রীতিতেই, ক খ, ক খ, খ ক, ক খ হয়া উচিৎ ছিল, কারণ পেত্রাকীয় রীতি octave a b b a a b b a । যাই হক কবিতাটি আমার কাছে বেশ লেগেছে।
  • পিয়ালী দত্ত ১৬/০৯/২০১৪
    সুন্দর
  • তাইবুল ইসলাম ১৬/০৯/২০১৪
    অসাধারন কবিতা
 
Quantcast