এইতো আমার গ্রাম
এইতো আমার গ্রাম
মোঃ সোহেল মাহমুদ
আমি যখন গ্রামে ফিরি অন্যরকম এক সুখ
আমার মনে দোল খেয়ে যায়।
চারদিকে খোলা প্রকৃতি, খোলা মাঠ, আর নীরবতা
মনে জাগে কতইনা ভাবনা।
ভাবি এইতো আমার গ্রাম
আমার স্বদেশ, আমার মা মাটি
স্রষ্টার নিআমতের দান।
গ্রামের মানুষগুলো কতইনা সরল
কত সহজেই তারা মিশে যায় প্রকৃতিতে
মানুষকে করে কতইনা আপ্যায়ন।
গ্রামের মানুষগুলো একই বন্ধনে আবদ্ধ
সুখে দুঃখে পাশে থাকে সবসময়।
আবার কত সহজেই ঝগড়া করে
কঠিন ঝগড়া, আবার কত সহজেই
মিশে যায় একসাথে।
বাজারে প্রায়ঃশ দেখা যায়
চা পানের সাথে হট্টগোল
আর একে অপরের সাথে ভাববিনিময়।
যখন সন্ধ্যা নামে পরিশ্রমী মানুষগুলো
মাঠ থেকে, বাজার থেকে
মনের আনন্দে বাড়ি ফিরে ।
অন্ধকারের জ্যোৎসা রাত
কতইনা সুন্দর, ঝিঝি পোকার ডাক
শিয়ালের হুক্কা হুয়া, কুকুরের ঘেউ ঘেউ
ভয়, আর অন্যরকম অনুভূতির সৃষ্টি করে।
গ্রামের মানুষগুলো রাতে জমায় কতইনা আসর
থাকে আনন্দের কতইনা উপকরণ।
শিশুরা দাদা, দাদী কিংবা নানা, নানীর
কাছে গল্প শোনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে
একটি সুন্দর সকালের প্রত্যাশায়।
কবে জমবে খেলা, মেলা,
আসিবে কতইনা আনন্দ।
আমার গ্রাম, আমার প্রকৃতি কেবল আমার নয়
এ যেন সকল মানুষেরই স্মৃতি কথা।
নির্বাহী সম্পাদক, সাহিত্য ম্যাগাজিন ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
মোঃ সোহেল মাহমুদ
আমি যখন গ্রামে ফিরি অন্যরকম এক সুখ
আমার মনে দোল খেয়ে যায়।
চারদিকে খোলা প্রকৃতি, খোলা মাঠ, আর নীরবতা
মনে জাগে কতইনা ভাবনা।
ভাবি এইতো আমার গ্রাম
আমার স্বদেশ, আমার মা মাটি
স্রষ্টার নিআমতের দান।
গ্রামের মানুষগুলো কতইনা সরল
কত সহজেই তারা মিশে যায় প্রকৃতিতে
মানুষকে করে কতইনা আপ্যায়ন।
গ্রামের মানুষগুলো একই বন্ধনে আবদ্ধ
সুখে দুঃখে পাশে থাকে সবসময়।
আবার কত সহজেই ঝগড়া করে
কঠিন ঝগড়া, আবার কত সহজেই
মিশে যায় একসাথে।
বাজারে প্রায়ঃশ দেখা যায়
চা পানের সাথে হট্টগোল
আর একে অপরের সাথে ভাববিনিময়।
যখন সন্ধ্যা নামে পরিশ্রমী মানুষগুলো
মাঠ থেকে, বাজার থেকে
মনের আনন্দে বাড়ি ফিরে ।
অন্ধকারের জ্যোৎসা রাত
কতইনা সুন্দর, ঝিঝি পোকার ডাক
শিয়ালের হুক্কা হুয়া, কুকুরের ঘেউ ঘেউ
ভয়, আর অন্যরকম অনুভূতির সৃষ্টি করে।
গ্রামের মানুষগুলো রাতে জমায় কতইনা আসর
থাকে আনন্দের কতইনা উপকরণ।
শিশুরা দাদা, দাদী কিংবা নানা, নানীর
কাছে গল্প শোনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে
একটি সুন্দর সকালের প্রত্যাশায়।
কবে জমবে খেলা, মেলা,
আসিবে কতইনা আনন্দ।
আমার গ্রাম, আমার প্রকৃতি কেবল আমার নয়
এ যেন সকল মানুষেরই স্মৃতি কথা।
নির্বাহী সম্পাদক, সাহিত্য ম্যাগাজিন ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১০/০৯/২০১৪ভাল লাগলো। তবে কাব্যিকতার একটু অভাব রয়ে গেছে।
-
একনিষ্ঠ অনুগত ০৫/০৯/২০১৪সুন্দর চিত্র এঁকেছেন...
-
পিয়ালী দত্ত ০৩/০৯/২০১৪খুব সুন্দর
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৩/০৯/২০১৪অসাধারন লিখেছেন।
-
আশিস চৌধুরী ০৩/০৯/২০১৪খুব সুন্দর লেখা হয়েছে,আমার কুসুম শুভেচ্ছা।
-
উদ্বাস্তু নিশাচর ০৩/০৯/২০১৪ভালো লাগলো। কিন্তু আমার গ্রাম আর আগের সেই গ্রাম নেই ভাই। যান্ত্রিকতায় হারিয়ে যাচ্ছে
-
সফিউল্লাহ আনসারী ০৩/০৯/২০১৪গ্রামের চিত্র ! darun....
-
পথ কবি ০৩/০৯/২০১৪গ্রামের চিত্র স্পষ্টই ফুটে উঠল...অসাধারণ।