www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুল তো ফুটেই আছে কাননে

ফুল তো ভালবাসে সবাই
ফুলের ঘ্রানে বিমোহিত হয় সবাই
সেই ফুল তো ফুটেই আছে সর্বত্র
তোমরা যদি চিনতে পারো।

আমি ধর্ম মানি না সত্য মানি
তাহলে সত্য কি? সত্য তো এটাই
সবকিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ
যিনি সর্বশক্তিমান, নেই তার সমকক্ষ
তিনি তো এক অদ্বিতীয়।

ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত দ্বীন
একমাত্র নির্ভুল সরল পথ।
আমরা কি অসত্যের পথ গ্রহণ করিব
সেই অসত্যের পথ কি?

আমরা কি একাধিক স্রষ্টা গ্রহণ করিবো
যাদের কোন ক্ষমতা নেই?
আল্লাহ বিচার দিবসে বলবেন,
তাদেরকে ডেকে আনো
যাদেরকে তোমরা খোদা বানিয়েছিলে।

আর বলো- তোমাদের সাহায্য করতে
তখন তারা কি বলবে?
আমরা তো না জেনেই ভুল করেছি!

কিন্তু সুযোগ তো একবারই আসে
তখন তাদের কোন ওজর মানা হবে না।
যারা আখিরাতকে হাসি ঠাট্টায় উড়িয়ে দিতো
তাদেরকে নিক্ষিপ্ত করা হবে জাহান্নামে।

যা তারা অজর্ন করেছিল,
সেখানে তারা স্থায়ী হবে
এটাই হবে অবিশ্বাসীদের পরিণাম।
আজ তো সেই দিন
মহান স্রষ্টার অঙ্গিকার তো সত্য হবেই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast