ফুল তো ফুটেই আছে কাননে
ফুল তো ভালবাসে সবাই
ফুলের ঘ্রানে বিমোহিত হয় সবাই
সেই ফুল তো ফুটেই আছে সর্বত্র
তোমরা যদি চিনতে পারো।
আমি ধর্ম মানি না সত্য মানি
তাহলে সত্য কি? সত্য তো এটাই
সবকিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ
যিনি সর্বশক্তিমান, নেই তার সমকক্ষ
তিনি তো এক অদ্বিতীয়।
ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত দ্বীন
একমাত্র নির্ভুল সরল পথ।
আমরা কি অসত্যের পথ গ্রহণ করিব
সেই অসত্যের পথ কি?
আমরা কি একাধিক স্রষ্টা গ্রহণ করিবো
যাদের কোন ক্ষমতা নেই?
আল্লাহ বিচার দিবসে বলবেন,
তাদেরকে ডেকে আনো
যাদেরকে তোমরা খোদা বানিয়েছিলে।
আর বলো- তোমাদের সাহায্য করতে
তখন তারা কি বলবে?
আমরা তো না জেনেই ভুল করেছি!
কিন্তু সুযোগ তো একবারই আসে
তখন তাদের কোন ওজর মানা হবে না।
যারা আখিরাতকে হাসি ঠাট্টায় উড়িয়ে দিতো
তাদেরকে নিক্ষিপ্ত করা হবে জাহান্নামে।
যা তারা অজর্ন করেছিল,
সেখানে তারা স্থায়ী হবে
এটাই হবে অবিশ্বাসীদের পরিণাম।
আজ তো সেই দিন
মহান স্রষ্টার অঙ্গিকার তো সত্য হবেই।
ফুলের ঘ্রানে বিমোহিত হয় সবাই
সেই ফুল তো ফুটেই আছে সর্বত্র
তোমরা যদি চিনতে পারো।
আমি ধর্ম মানি না সত্য মানি
তাহলে সত্য কি? সত্য তো এটাই
সবকিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ
যিনি সর্বশক্তিমান, নেই তার সমকক্ষ
তিনি তো এক অদ্বিতীয়।
ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত দ্বীন
একমাত্র নির্ভুল সরল পথ।
আমরা কি অসত্যের পথ গ্রহণ করিব
সেই অসত্যের পথ কি?
আমরা কি একাধিক স্রষ্টা গ্রহণ করিবো
যাদের কোন ক্ষমতা নেই?
আল্লাহ বিচার দিবসে বলবেন,
তাদেরকে ডেকে আনো
যাদেরকে তোমরা খোদা বানিয়েছিলে।
আর বলো- তোমাদের সাহায্য করতে
তখন তারা কি বলবে?
আমরা তো না জেনেই ভুল করেছি!
কিন্তু সুযোগ তো একবারই আসে
তখন তাদের কোন ওজর মানা হবে না।
যারা আখিরাতকে হাসি ঠাট্টায় উড়িয়ে দিতো
তাদেরকে নিক্ষিপ্ত করা হবে জাহান্নামে।
যা তারা অজর্ন করেছিল,
সেখানে তারা স্থায়ী হবে
এটাই হবে অবিশ্বাসীদের পরিণাম।
আজ তো সেই দিন
মহান স্রষ্টার অঙ্গিকার তো সত্য হবেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১৫/০৯/২০১৪অনেক অনেক ভাল লাগলো...
-
শিমুদা ১৯/০৮/২০১৪অধ্যাত্ব বাদের কবিতা।
ভাল লেগেছে। -
মঞ্জুর হোসেন মৃদুল ১৯/০৮/২০১৪বাহ বেশ ভাল লাগল।