www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয় নবী

প্রিয় নবী
মোঃ সোহেল মাহমদ

হে নবী যারা পেত না জান্নাত
দেখালে তাদের সত্যের পথ
তাইতো সকল মানবের সেরা তুমি
আমারই প্রিয় নবী হযরত।
পৃথিবী যখন পাপের অন্ধকারে
মহান প্রভু পাঠালেন আপনাকে
সত্যের বাণী প্রচারে ।
হে নবী আমরা কখনই
পেতাম না সত্যের পথ
যদি না চাইতেন আল্লাহ মেহেরবান।
হে নবী আমরা ধন্য, আমরা প্রসন্ন
আপনার পদধূলি যে
আমার মাথার মুকুট।
হে নবী আপনি এসেছেন তো সত্য এল
পথিক পেলো সরল পথ
আমরা পেলাম শ্রেষ্ঠ মানব।
হে নবী জীবনে করেছি অনেক ভুল
পারিনি চলতে আদর্শের পথে
তবুও আদর্শের চেষ্টায় আছি
আশায় আছি, অসহায়কে করবেন
সুপারিশ পরকালে।
নির্বাহী সম্পাদক, সাহিত্য ম্যাগাজিন, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast