বর্ষা
বর্ষা
মো.সোহেল মাহমুদ
তুমি এলে হে বর্ষা, ঘন মেঘে, ঘন বরষা
শ্রান্ত দিনের ক্লান্ত বরষা।
আমি কি বলব তুমি এসেছ
অনেকটা প্রতিক্ষায়, দীর্ঘ বা অল্প সময়ে
হোক না যাই তবু ও তুমি এলে
এলে হে বর্ষা, ঘন মেঘে, ঘন বরষা।
তোমারি আগমনে সবুজ শ্যামলে
ভরে ওঠে অরণ্যে, পাখি ডাকে, ফুল ফুটে
কদম, কেয়া, জলে ভাসে পদ্ম
আর কত শাপলা।
তোমারি আগমনে ছন্দে ছন্দিত মন
মনমাতে কোলাহলে, ভিজতে চায় বৃষ্টিতে।
তোমার আগমন যেন প্রকৃতির বুকে
এক বর্ণাল বৈচিত্র বিচিত্র শোভায়
ধরনীর বুকে নব নব সাজ।
বর্ষার ক্লান্তি ছোয়,গাম্ভীযতায় অজানা স্বপ্ন
প্রিয়র মনে জাগায়, প্রিয়ার অপার্থিব আকাঙ্খা।
বর্ষা মানেই, মেঘ ডাকা গর্জন
রংধনুর সাতরং, দিন রাতভর
টাপুর-টুপুর কিংবা অঝোর ধারায় বর্ষিত বৃষ্টি।
বর্ষা মানেই, প্রাণীদের উচ্ছ্বাস, ব্যাংঙদের আহ্বান
গেংর-গেংর-গেং
ঝরোক বৃষ্টি ঝর ঝর ঝর।
বর্ষার আগমন,মেঘেরই গর্জন
দিনরাত ভর অঝোর ধারায় বৃষ্টিই শুধু বৃষ্টি।
বর্ষার এই দিনে, বৃষ্টি ঝড়ে ক্ষণে ক্ষণে
নেই সময় নেই কোনো ক্ষণ
বৃষ্টি ঝড়ে অবিরত।
নির্বাহী সম্পাদক, সাহিত্য ম্যাগাজিন, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
মো.সোহেল মাহমুদ
তুমি এলে হে বর্ষা, ঘন মেঘে, ঘন বরষা
শ্রান্ত দিনের ক্লান্ত বরষা।
আমি কি বলব তুমি এসেছ
অনেকটা প্রতিক্ষায়, দীর্ঘ বা অল্প সময়ে
হোক না যাই তবু ও তুমি এলে
এলে হে বর্ষা, ঘন মেঘে, ঘন বরষা।
তোমারি আগমনে সবুজ শ্যামলে
ভরে ওঠে অরণ্যে, পাখি ডাকে, ফুল ফুটে
কদম, কেয়া, জলে ভাসে পদ্ম
আর কত শাপলা।
তোমারি আগমনে ছন্দে ছন্দিত মন
মনমাতে কোলাহলে, ভিজতে চায় বৃষ্টিতে।
তোমার আগমন যেন প্রকৃতির বুকে
এক বর্ণাল বৈচিত্র বিচিত্র শোভায়
ধরনীর বুকে নব নব সাজ।
বর্ষার ক্লান্তি ছোয়,গাম্ভীযতায় অজানা স্বপ্ন
প্রিয়র মনে জাগায়, প্রিয়ার অপার্থিব আকাঙ্খা।
বর্ষা মানেই, মেঘ ডাকা গর্জন
রংধনুর সাতরং, দিন রাতভর
টাপুর-টুপুর কিংবা অঝোর ধারায় বর্ষিত বৃষ্টি।
বর্ষা মানেই, প্রাণীদের উচ্ছ্বাস, ব্যাংঙদের আহ্বান
গেংর-গেংর-গেং
ঝরোক বৃষ্টি ঝর ঝর ঝর।
বর্ষার আগমন,মেঘেরই গর্জন
দিনরাত ভর অঝোর ধারায় বৃষ্টিই শুধু বৃষ্টি।
বর্ষার এই দিনে, বৃষ্টি ঝড়ে ক্ষণে ক্ষণে
নেই সময় নেই কোনো ক্ষণ
বৃষ্টি ঝড়ে অবিরত।
নির্বাহী সম্পাদক, সাহিত্য ম্যাগাজিন, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৫/০৬/২০১৪ভাল লাগল...
-
মল্লিকা রায় ২৫/০৬/২০১৪ভালো লাগলো।চেষ্টা চলুক।
-
কবি মোঃ ইকবাল ২৪/০৬/২০১৪বেশ সুন্দর লিখনী। শুভ কামনা রইলো। ভালো থাকুন নিরবধি।।