আদুরী
আদুরী
মোঃ সোহেল মাহমুদ
এক নির্যাতিত মেয়ের নাম আদুরী
বয়স সাত কিংবা আট
কি অপরাধ ছিল মেয়েটির
কঙ্কালদেহে মেয়েটি পড়ে ছিল স্টেশনে।
আহ! বাংলাদেশের মানচিত্রে আজও কত
আদুরী নির্যাতিত, নিপীড়িত
যাদের কান্নার রোল আমাদের কানে পৌছায়নি
কেননা আমরাতো নিজেরাই অপরাধী।
আদুরি তুমি কেঁদোনা
তোমার কান্না শোনার মত মহতী
লোক এদেশের নেই!
সকলের মনেই আবেগ ভালবাসার
অভাব, মনে তো ঝং ধরেছে।
কুকুর বেড়ালের মত মেয়েটিকে
যারা ফেলে দিল তারা মানুষ নাকি
কোন নিকৃষ্ট প্রাণি।
এদেশের কিছু ঘৃণিত লোক
যারা লুটেপুটে দুঃশাসনের পাহাড় গড়ে
যারা দেশটাকে চিবিয়ে খায়
তাদেরকে আমরা অমানুষ বলিনা কেন?
নির্বাহী সম্পাদক, সাহিত্য ম্যাগাজিন, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
মোবাঃ ০১৮১৮৩৩২০৮৪
মোঃ সোহেল মাহমুদ
এক নির্যাতিত মেয়ের নাম আদুরী
বয়স সাত কিংবা আট
কি অপরাধ ছিল মেয়েটির
কঙ্কালদেহে মেয়েটি পড়ে ছিল স্টেশনে।
আহ! বাংলাদেশের মানচিত্রে আজও কত
আদুরী নির্যাতিত, নিপীড়িত
যাদের কান্নার রোল আমাদের কানে পৌছায়নি
কেননা আমরাতো নিজেরাই অপরাধী।
আদুরি তুমি কেঁদোনা
তোমার কান্না শোনার মত মহতী
লোক এদেশের নেই!
সকলের মনেই আবেগ ভালবাসার
অভাব, মনে তো ঝং ধরেছে।
কুকুর বেড়ালের মত মেয়েটিকে
যারা ফেলে দিল তারা মানুষ নাকি
কোন নিকৃষ্ট প্রাণি।
এদেশের কিছু ঘৃণিত লোক
যারা লুটেপুটে দুঃশাসনের পাহাড় গড়ে
যারা দেশটাকে চিবিয়ে খায়
তাদেরকে আমরা অমানুষ বলিনা কেন?
নির্বাহী সম্পাদক, সাহিত্য ম্যাগাজিন, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
মোবাঃ ০১৮১৮৩৩২০৮৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ২১/০৬/২০১৪দারুন কবিতাটি। সাবলিল কবিতার বহিঃপ্রকাশ কবি বন্ধু।
-
মল্লিকা রায় ২১/০৬/২০১৪মন ছুঁয়ে গেল কবিতা---শুভেচ্ছা জানালাম কবি।
-
টি আই রাজন ২০/০৬/২০১৪ওদের মত আদুরী আমাদের দেশে প্রচুর। কিন্তু আমরা কী করতে পারছি?
আমাদের কী কিছুই করার নেই? -
মোঃওবায় দুল হক ২০/০৬/২০১৪সুন্দর কবিতা
-
কবি মোঃ ইকবাল ২০/০৬/২০১৪দারুন লিখেছেন কবি।
-
শিমুল শুভ্র ২০/০৬/২০১৪বাহ!!!! চমৎকার
-
জোছনা ভেজা মন ২০/০৬/২০১৪প্রতিবাদী কবিতা ভাল লাগলো