ফেলানী
ফেলানী এদেশের প্রতি কি তোমার এত অভিমান
এতটুকু প্রতিবাদ না করেই এত সহজেই
কাটাতারে ঝুলে গেলে অবশেষে হয়ে গেলে নিষ্প্রাণ।
দেহটা তোমার এত সহজেই নিস্তেজ হয়ে গেল
রক্তের ছোপ ছোপ দাগ রোদে শুকিয়ে
বাষ্প হয়ে উড়ে গেল আর মিশে গেল শান্ত বাতাসে।
কি অন্যায় করেছিল মেয়েটি?
মানুষ নামের ঘৃণ্য পশু এতটা পাষাণ হৃদয়!
শান্ত নিরীহ অবুঝ শিশুটিকে গুলি চালাতে
এতটুকু হৃদয় কাপেনি?
বিশ্ব হতবাক, বাকরুদ্ধ সভ্যতার মানুষ
কতটা নির্মম নৃশংসভাবে
মেয়েটিকে জীবন দিতে হল!
ফেলানী তোমার প্রতি এই অবিচারে আমরা ক্ষুদ্ধ
আমরা ব্যথিত, আমরা লজ্জিত।
ফেলানী তুমি তো মরনি তুমি অমর
তুমি কাঁদালে লক্ষ কোটি প্রাণ
দিলে তুমি বিপন্ন মানবতার নতুন সংজ্ঞা।
ফেলানী বাংলাদেশকে ক্ষমা কর দিওনাকো অভিশাপ।
ফেলানী তুমি তো ঝুলে নেই যেন ঝুলে আছে দেশটা
কতটা অসহায় আর পঙ্গু হয়ে আছি আমরা
ফেলানী বুঝিয়ে দিল,
এই কলঙ্ক এই কালিমা আমরা রাখব কোথায়?
এতটুকু প্রতিবাদ না করেই এত সহজেই
কাটাতারে ঝুলে গেলে অবশেষে হয়ে গেলে নিষ্প্রাণ।
দেহটা তোমার এত সহজেই নিস্তেজ হয়ে গেল
রক্তের ছোপ ছোপ দাগ রোদে শুকিয়ে
বাষ্প হয়ে উড়ে গেল আর মিশে গেল শান্ত বাতাসে।
কি অন্যায় করেছিল মেয়েটি?
মানুষ নামের ঘৃণ্য পশু এতটা পাষাণ হৃদয়!
শান্ত নিরীহ অবুঝ শিশুটিকে গুলি চালাতে
এতটুকু হৃদয় কাপেনি?
বিশ্ব হতবাক, বাকরুদ্ধ সভ্যতার মানুষ
কতটা নির্মম নৃশংসভাবে
মেয়েটিকে জীবন দিতে হল!
ফেলানী তোমার প্রতি এই অবিচারে আমরা ক্ষুদ্ধ
আমরা ব্যথিত, আমরা লজ্জিত।
ফেলানী তুমি তো মরনি তুমি অমর
তুমি কাঁদালে লক্ষ কোটি প্রাণ
দিলে তুমি বিপন্ন মানবতার নতুন সংজ্ঞা।
ফেলানী বাংলাদেশকে ক্ষমা কর দিওনাকো অভিশাপ।
ফেলানী তুমি তো ঝুলে নেই যেন ঝুলে আছে দেশটা
কতটা অসহায় আর পঙ্গু হয়ে আছি আমরা
ফেলানী বুঝিয়ে দিল,
এই কলঙ্ক এই কালিমা আমরা রাখব কোথায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১৮/০৬/২০১৪খুব সুন্দর...
-
এস ইসলাম ১৭/০৬/২০১৪অসাধারন প্রকাশ
-
কবি মোঃ ইকবাল ১৭/০৬/২০১৪চমৎকার ভাবনার অসাধারন প্রকাশ ভাইয়া
-
টি আই রাজন ১৭/০৬/২০১৪বিষয়া বলী পুরনো কিন্তু নতুন ভাবে উপস্থাপনের ভাবনাটা ও রচনা খুব ভাল লেগেছে। ভাল থাকুন।