রঙ্গমঞ্চ
ক্ষুদ্র পৃথিবীটাই মানুষের জন্য অনেক বড়
কোটি মানুষের কোলাহলে ক্লান্ত পৃথিবী
পৃথিবী কেবলই নিয়মের শৃঙ্খলে আবদ্ধ
রাত দিনের সংমিশ্রণে প্রতিটা
মানুষের জীবন প্রবাহমান।
পৃথিবীতে আমার বয়স ২৪
বাকিটা কেবলই ইতিহাস
আর ভবিষ্যতের জন্য অপেক্ষা।
এই বয়সে যতটুকু দেখছি
জীবনটা কেবল সংগ্রাম আর সংগ্রাম
দুর্বিসহ যন্ত্রনায় ক্লান্ত হয়ে উঠে জীবন
কষ্ট, যন্ত্রনার রুদ্ধশ্বাস জীবনে
তবুও বেঁচে আছি কেমন করে।
কোটি মানুষের কোলাহলে ক্লান্ত পৃথিবী
পৃথিবী কেবলই নিয়মের শৃঙ্খলে আবদ্ধ
রাত দিনের সংমিশ্রণে প্রতিটা
মানুষের জীবন প্রবাহমান।
পৃথিবীতে আমার বয়স ২৪
বাকিটা কেবলই ইতিহাস
আর ভবিষ্যতের জন্য অপেক্ষা।
এই বয়সে যতটুকু দেখছি
জীবনটা কেবল সংগ্রাম আর সংগ্রাম
দুর্বিসহ যন্ত্রনায় ক্লান্ত হয়ে উঠে জীবন
কষ্ট, যন্ত্রনার রুদ্ধশ্বাস জীবনে
তবুও বেঁচে আছি কেমন করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
উদ্বাস্তু নিশাচর ০৩/০৯/২০১৪ভালো হয়েছে
-
মল্লিকা রায় ১৭/০৬/২০১৪ভালো কবিতা।
-
শিমুল শুভ্র ১৪/০৬/২০১৪বেশ ভালো একটি লেখা পাঠ করলাম । সত্যিই অসাধারণ
-
সুরজিৎ সী ১১/০৬/২০১৪সুন্দর প্রসঙ্গে লেখা, নতুনত্ব আছে।
-
এস,বি, (পিটুল) ১১/০৬/২০১৪আপনার আশা খুব ভালো লাগলো।
আমার পাতায় আমন্ত্রন রইলো। -
আবু সাহেদ সরকার ১১/০৬/২০১৪রং দিয়ে সাজানো একটি কবিতা পড়লাম। বেশ! লাগলো।
-
কবি মোঃ ইকবাল ১১/০৬/২০১৪ভাই, অসাধারন লিখেছেন। খুব ভালো লাগলো।
-
আহমাদ সাজিদ ১১/০৬/২০১৪হে দয়ময়! কবিকে শান্তি দাও
-
সৈয়দ মোঃ আল মামুন ১১/০৬/২০১৪হে দয়াময় রক্ষা করো ,