স্রষ্টার সৃষ্টি
স্রষ্টা আছে তাইতো সৃষ্টি
অবিশ্বাস, অবিশ্বাস্য নাইতো কিছুই
তিঁনিই পাক, মহান আল্লাহ
যিনি বিশ্বজগতের অধিপতি।
নভো-ভূমন্ডল তাঁরই সৃষ্টি ।
তিঁনিই পাক একক সত্ত্বা, অদ্বিতীয়।
এই পৃথিবী গ্রহ, আর কত উপগ্রহ
চাঁদ-সূর্য সুন্দর, কতইনা মনোহর
আলোক করিল বিশ্ব।
বিস্তৃত আকাশ বিশাল-বিশালতর
আছে কি তার সীমা-সীমানা
নাইতো কোনো খুঁটি
যাহা স্রষ্টারই সৃষ্টি।
কোঁটি উজ্জল তারা, কতইনা বিশাল
সুউচ্চ তাইতো এত ক্ষুদ্র।
ধূমকেতু, উল্কা আর কত কিছু তাঁরই সৃষ্টি।
আগুন, পানি, বায়ু কিছু দেখা কিছু না দেখা
কিছু অনুূভুতি, সবই তাঁর সৃষ্টি।
কত জাত বৃক্ষ, কতইনা ফুল ফল
নিয়ামতের দান।
তিঁনিই করেছেন সকল প্রাণী সৃষ্টি
সৃষ্টির সেরা করেছেন মানুষ
দিয়েছেন কতইনা ভোগ বিলাস ।
জন্ম , মৃত্যু তাঁরই হাতে
তিঁনি যাহা চান, সব কিছু তাঁরই
নাহি তাঁর সমকক্ষ।
স্বর্গ-নরক তাঁরই সৃষ্টি
ইহকাল পেরিয়ে পরকালে
নছিব হবে যার ন্যাকে আমলে।
তাইতো বলি স্রষ্টার সৃষ্টির শেষ কোথায়।
অবিশ্বাস, অবিশ্বাস্য নাইতো কিছুই
তিঁনিই পাক, মহান আল্লাহ
যিনি বিশ্বজগতের অধিপতি।
নভো-ভূমন্ডল তাঁরই সৃষ্টি ।
তিঁনিই পাক একক সত্ত্বা, অদ্বিতীয়।
এই পৃথিবী গ্রহ, আর কত উপগ্রহ
চাঁদ-সূর্য সুন্দর, কতইনা মনোহর
আলোক করিল বিশ্ব।
বিস্তৃত আকাশ বিশাল-বিশালতর
আছে কি তার সীমা-সীমানা
নাইতো কোনো খুঁটি
যাহা স্রষ্টারই সৃষ্টি।
কোঁটি উজ্জল তারা, কতইনা বিশাল
সুউচ্চ তাইতো এত ক্ষুদ্র।
ধূমকেতু, উল্কা আর কত কিছু তাঁরই সৃষ্টি।
আগুন, পানি, বায়ু কিছু দেখা কিছু না দেখা
কিছু অনুূভুতি, সবই তাঁর সৃষ্টি।
কত জাত বৃক্ষ, কতইনা ফুল ফল
নিয়ামতের দান।
তিঁনিই করেছেন সকল প্রাণী সৃষ্টি
সৃষ্টির সেরা করেছেন মানুষ
দিয়েছেন কতইনা ভোগ বিলাস ।
জন্ম , মৃত্যু তাঁরই হাতে
তিঁনি যাহা চান, সব কিছু তাঁরই
নাহি তাঁর সমকক্ষ।
স্বর্গ-নরক তাঁরই সৃষ্টি
ইহকাল পেরিয়ে পরকালে
নছিব হবে যার ন্যাকে আমলে।
তাইতো বলি স্রষ্টার সৃষ্টির শেষ কোথায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ০৬/০৬/২০১৪
-
টি আই রাজন ০৬/০৬/২০১৪খুব সুন্দর হয়েছে। আসলে মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের উচিত স্রষ্টা ও তাঁর রাসূলদের প্রেমে সময় অতিবাহিত করা্। কিন্তু আমরা কত জন তা পারছি?
-
কবি মোঃ ইকবাল ০৬/০৬/২০১৪আপনার এই অনন্য কবিতার প্রেক্ষিতে কিছু না লিখলেই নয়ঃ
★পরকাল★
এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে
তোমার-আমার একদিন,
যার যত কাজ আছে,তা পূর্ণ করো
পাপের সংখ্যা যে সীমাহীন।
দু'দিনের আগে-পরে সবাইকে যে
করে যেতে হবে পর,
আপন ঠিকানাখানা হবে যে তখন
সাড়ে তিন হাত কবর।
ধরনীতে সঙ্গী তোমার অনেকেই ছিলো
এখানে কেউ রবে না ভাই,
হাশরে তোমায় চিনবে না যে কেউই
তোমারও অচিন থাকবে সবাই।
পুণ্যকাজ যার অধিক এই পৃথিবীতে
মিযান ভারী হবে তার,
জান্নাত হবে তার আপন ঠিকানা
করবে শান্তির আহার।
পাপকাজে এ গগনে লিপ্ত ছিলো যারা
কঠিনতর শাস্তি করবে ভোগ,
আহারের বদলে পাবে রক্ত আর পোঁজ
ঠিকানা হবে কষ্টের দোযখ।
ইহকালের এই মায়া ছাড়তে যে হবেই
পরকালের ভাবনা করো ভাই,
পাপের ক্ষমাকারী একমাত্র যে বিধাতাই
বিকল্প আর কিছুই নাই।
বিধাতার পথে বাকী সময়টাকে এবার
পার করে দিয়ে যাও,
এতেই হয়তো খানিকটা হলেও তুমি
কঠিন পাপের ক্ষমা পাও।
শুভ রাত...