হে বন্ধু
হে বন্ধু
মোঃ সোহেল মাহমুদ
হে বন্ধু, কি আশায় বেধেছ ঘর
এত সুখের স্বপ্ন কিসের লাগি
জান কি তুমি জীবনের তরী
ভিরিবে কোন কূলে?
হে বন্ধু, পার্থিব সুখ ছলে
তুমি কি ভুলে নেই
অফুরন্ত ভালবাসার মিলনের সুখ।
হে বন্ধু, ক্ষনিকের পৃথিবীতে প্রাসাদ গড়ে
ভাবি এই আমার সুখের স্বর্গ
প্রকৃতই স্বর্গ তো পরকালে।
হে বন্ধু, জীবনের এতটুকু সুখেই
ভুলে গেলে স্রষ্টার নিয়ামত
নিয়ামতের কি প্রতিদান দিয়েছ?
হে বন্ধু, কি আমল কি ন্যাক
রেখেছ জীবনে? যা দেখে স্রষ্টা দেবে
তোমায় মহাপুরষ্কার ।
হে বন্ধু, পরজীবনের মহামিলনের দিনে
বিধাতা যদি থাকে তোর পাশে
ভয় নাহি রে পাবি সুখ অফুরন্ত।
নির্বাহী সম্পাদক, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
মোঃ সোহেল মাহমুদ
হে বন্ধু, কি আশায় বেধেছ ঘর
এত সুখের স্বপ্ন কিসের লাগি
জান কি তুমি জীবনের তরী
ভিরিবে কোন কূলে?
হে বন্ধু, পার্থিব সুখ ছলে
তুমি কি ভুলে নেই
অফুরন্ত ভালবাসার মিলনের সুখ।
হে বন্ধু, ক্ষনিকের পৃথিবীতে প্রাসাদ গড়ে
ভাবি এই আমার সুখের স্বর্গ
প্রকৃতই স্বর্গ তো পরকালে।
হে বন্ধু, জীবনের এতটুকু সুখেই
ভুলে গেলে স্রষ্টার নিয়ামত
নিয়ামতের কি প্রতিদান দিয়েছ?
হে বন্ধু, কি আমল কি ন্যাক
রেখেছ জীবনে? যা দেখে স্রষ্টা দেবে
তোমায় মহাপুরষ্কার ।
হে বন্ধু, পরজীবনের মহামিলনের দিনে
বিধাতা যদি থাকে তোর পাশে
ভয় নাহি রে পাবি সুখ অফুরন্ত।
নির্বাহী সম্পাদক, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ০৬/০৬/২০১৪সুন্দরের প্রকাশ।
-
এস,বি, (পিটুল) ০৫/০৬/২০১৪সুন্দর কবিতার লাইন।
আমার পাতায় আমন্ত্রন রইলো। -
কবি মোঃ ইকবাল ০৫/০৬/২০১৪খুব ভালো লাগলো।
-
সৈয়দ মোঃ আল মামুন ০৫/০৬/২০১৪ধন্যবাদ , পরকাল আসল, দুনিয়া কিচ্ছু নয়, তবুও কিসের মোহে আমরা দুনিয়াকে ভালোবাসি