www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাধারন

সাধারন
মো. সোহেল মাহমুদ

সাদামাটা যারা চলে তাদের আমরা সাধারন বলব কেন
আসলেই কি তারা সাধারন
অনেকের চলনেই ধরা যায় না তাদের খ্যাতি কিংবা সুখ্যাতি
পরে আমরা ঠিকই টের পায় তার অসাধারনত্ব।
সাদামাটা মানুষেরাই সুখ্যাতি লাভ করে বেশি
পোশাক পরিচ্ছেদে যা মাপা যায় না
চরিত্রটাই হল একজন মানুষের চরম মহত্ব ।
সাধারন মানুষেরা কখনও তাদের
সরলতা বা বিশেষ গুনাবলীর বিকাশ ঘটায় না।
এটাই তাদের চরম মহত্ত্ব ।
অনেক যুবককেই বেশ ভূষায় মনে হয়
তার চেয়ে উৎকৃষ্ট গুণাবলীর মানুষ
পৃথিবীতে আর একটিও নেই,
সে মনে করে দুনিয়ার ঐশর্য ভোগবিলাস
সব কিছুই পেয়ে ফেলেছে
যে কারণে যে কাউকেই তুচ্ছ বলে মনে করে।
আসলে তারাই সব চাইতে
অবহেলিত এবং নিকৃষ্ট।
তাদের দেখলে অনেকেরই করুণা হয়
কিন্তু তাদের কাছ থেকে পাবার আশা কেউ করে না।
আবার এটাও দেখা যায়
স্বভাবের সাথে স্বভাবের বন্ধুত্ব হয়
আসলে এটাই তো বাস্তবতা
নষ্টের সাথে নষ্টের, উত্তমের সাথে উত্তম বন্ধুত্ব।
যারা এগুলো বুঝতে পারে
তাদেরকে হয়তো অনেকেই মূল্যে দেবে না
কিন্তু এই মূল্যের আশা, আমি অন্তত করি না।
নির্বাহী সম্পাদক, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভালো। বাস্তব চিত্র ফুটে উঠেছে
  • কবি মোঃ ইকবাল ০৪/০৬/২০১৪
    অসাধারণ লিখনী। দারুন।
  • টি আই রাজন ০৪/০৬/২০১৪
    খুব ভাল লাগল। আমার পাতায় আমন্ত্রণ।
  • অসাধারন লাগলো কবি....
  • রুমা চৌধুরী ০৪/০৬/২০১৪
    খুব ভাল লিখেছ। ভাল লাগল। শুভেচ্ছা রইল।
 
Quantcast