আগামীর প্রতীক্ষায়
আগামীর প্রতীক্ষায়
সোহেল মাহমুদ
নতুন দিন নতুন সূর্যের প্রতিক্ষায়
একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
যখন প্রত্যাশায় মানুষ
তখনই শুনলাম ধর্ষিতার কাহিনী
পুরুষের প্রতি তার ঘৃণা, করুণ আর্তচিৎকার।
আমি একি স্বাধীনতা, একি বাংলাদেশ দেখছি
সমাজের অবক্ষয়ে যখন
এক উচ্ছৃখল যুকক
এক নারীর সম্ভ্রম কেড়ে নেয়!
তখন আমার স্বাধীনতা কোথায়?
কোথায় বাংলাদেশ?
যে স্বপ্নে মানুষ জীবিকা গড়ে
এক কলমের খোঁচায় অর্ধকোটি মানুষ বেকার!
হিংসা আর প্রতিহিংসায় যখন
একে অন্যকে ধ্বংস করে
তখন কোথায় বুদ্ধিজীবী? কোথায় স্বাধীনতা?
কোথায় বাংলাদেশ?
দুর্নীতি আর লুটতরাজের আখড়ায় বসে
যখন ক্ষমতালোভীরা হাততালি দেয়
তখন আমি বাংলাদেশকে পঙ্গু ছাড়া
কিছুই দেখি না!
সন্ত্রাসের মদতদাতা, সন্ত্রাসীরা
যখন ক্ষমতা বসার সুযোগ পায়
তখন আমি বাংলাদেশকে পঙ্গু ছাড়া
কিছুই দেখি না!
সচেতন মানুষের বেড়াজালে
সৎ, সাহসীরা যেদিন জাগবে
সেদিনই আমার স্বাধীনতা, আমার বাংলাদেশ
টিকে থাকবে যুগ যুগ ধরে.......
নির্বাহী সম্পাদক, মাসিক ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
সোহেল মাহমুদ
নতুন দিন নতুন সূর্যের প্রতিক্ষায়
একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
যখন প্রত্যাশায় মানুষ
তখনই শুনলাম ধর্ষিতার কাহিনী
পুরুষের প্রতি তার ঘৃণা, করুণ আর্তচিৎকার।
আমি একি স্বাধীনতা, একি বাংলাদেশ দেখছি
সমাজের অবক্ষয়ে যখন
এক উচ্ছৃখল যুকক
এক নারীর সম্ভ্রম কেড়ে নেয়!
তখন আমার স্বাধীনতা কোথায়?
কোথায় বাংলাদেশ?
যে স্বপ্নে মানুষ জীবিকা গড়ে
এক কলমের খোঁচায় অর্ধকোটি মানুষ বেকার!
হিংসা আর প্রতিহিংসায় যখন
একে অন্যকে ধ্বংস করে
তখন কোথায় বুদ্ধিজীবী? কোথায় স্বাধীনতা?
কোথায় বাংলাদেশ?
দুর্নীতি আর লুটতরাজের আখড়ায় বসে
যখন ক্ষমতালোভীরা হাততালি দেয়
তখন আমি বাংলাদেশকে পঙ্গু ছাড়া
কিছুই দেখি না!
সন্ত্রাসের মদতদাতা, সন্ত্রাসীরা
যখন ক্ষমতা বসার সুযোগ পায়
তখন আমি বাংলাদেশকে পঙ্গু ছাড়া
কিছুই দেখি না!
সচেতন মানুষের বেড়াজালে
সৎ, সাহসীরা যেদিন জাগবে
সেদিনই আমার স্বাধীনতা, আমার বাংলাদেশ
টিকে থাকবে যুগ যুগ ধরে.......
নির্বাহী সম্পাদক, মাসিক ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৩/০৬/২০১৪অসম্ভব সুন্দর একটি কাব্য পড়লাম। শুভেচ্ছা কবি।
-
অমর কাব্য ০৩/০৬/২০১৪হৃদয় ছোয়া শব্দ ঝংকার, কিছুটা লজ্জিত
-
এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪সুন্দর ভাবনা কবিতায়,, আমার পাতায় আমন্ত্রন রইলো।
-
রুমা চৌধুরী ০৩/০৬/২০১৪অসাধারণ । খুব সুন্দর কবিতা। দাড়িয়ে উঠে স্যালুট জানালাম। শুভেচ্ছা রইল।