মুক্তির শ্লোগান
মুক্তির শ্লোগান
মো. সোহেল মাহমুদ
এক অসামান্য সাহসী চেতনায় উদীপ্ত ছিল বাঙালী
যেদিন থেকে তারা বঞ্চনার শিকার
সেদিন থেকেই মরতে শিখেছে বাঙালী।
সেইদিন প্রতিটি বাঙালী হৃদয়েই ঘাঁ হয়েছিল মুক্তির চেতনায়।
যারা একবার মরতে শিখে তাকে কে হারাতে পারে?
যা পারিনি পাকিস্তানি দালালরা ও
কাঁটা গায়ে লবণ ছিটানোর মতই
বঞ্চিত বাঙালীর উপর হামলা করে হায়েনারা ।
বাঙালীকে মারবার মত যে সাহস এতদিন কেউ করে নি
সেটাই করল সেদিন পাকিস্তানিরা
ইতিহাসের জঘন্যতম অধ্যায়ের সূচনা হল সেদিন।
চারদিকে হাহাকার স্বজন হারানোর বেদনায় ।
বাঙালীরা শপথ নিল যারা বাঁচতে পারিনি পৃথিবীর বুকে
এদেরকে আমরা তাদের সাথে কবর দেব।
প্রতিশোধ স্পৃহায় জেগে উঠল সারাদেশ।
কে মরবে দেশের তরে সকলের মুখেই শ্লোগান
বাঁচাও বাঙালী স্বাধীন কর দেশ।
নির্বাহী সম্পাদক মাসিক “ক্যাম্পাস সাহিত্য”
কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ।
মো. সোহেল মাহমুদ
এক অসামান্য সাহসী চেতনায় উদীপ্ত ছিল বাঙালী
যেদিন থেকে তারা বঞ্চনার শিকার
সেদিন থেকেই মরতে শিখেছে বাঙালী।
সেইদিন প্রতিটি বাঙালী হৃদয়েই ঘাঁ হয়েছিল মুক্তির চেতনায়।
যারা একবার মরতে শিখে তাকে কে হারাতে পারে?
যা পারিনি পাকিস্তানি দালালরা ও
কাঁটা গায়ে লবণ ছিটানোর মতই
বঞ্চিত বাঙালীর উপর হামলা করে হায়েনারা ।
বাঙালীকে মারবার মত যে সাহস এতদিন কেউ করে নি
সেটাই করল সেদিন পাকিস্তানিরা
ইতিহাসের জঘন্যতম অধ্যায়ের সূচনা হল সেদিন।
চারদিকে হাহাকার স্বজন হারানোর বেদনায় ।
বাঙালীরা শপথ নিল যারা বাঁচতে পারিনি পৃথিবীর বুকে
এদেরকে আমরা তাদের সাথে কবর দেব।
প্রতিশোধ স্পৃহায় জেগে উঠল সারাদেশ।
কে মরবে দেশের তরে সকলের মুখেই শ্লোগান
বাঁচাও বাঙালী স্বাধীন কর দেশ।
নির্বাহী সম্পাদক মাসিক “ক্যাম্পাস সাহিত্য”
কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ০৩/০৬/২০১৪অসাধারণ লাগলো পড়ে। আমার পাতায় আসবেন।
-
মুহাম্মদ সাইফুল আলম ০২/০৬/২০১৪আবার উজ্জিবিত হবে সাহসী মানুষগুলো সে প্রত্যাশায়।
-
কবি মোঃ ইকবাল ০২/০৬/২০১৪খুব সুন্দর কাব্যিকতায় লেখা।
-
অমর কাব্য ০২/০৬/২০১৪অনেক শুভেচ্ছা নিবেন কবি বন্ধু
-
এস,বি, (পিটুল) ০২/০৬/২০১৪সুন্দর কবিতা