মোঃ সোহেল মাহমুদ
মোঃ সোহেল মাহমুদ-এর ব্লগ
-
কবিতার ভাষা যে বুঝে
সে প্রেমহীন হয় না।
সে হয় প্রেমিক,
নইতো প্রেমিকা। [বিস্তারিত] -
ভালবাসা যে অর্থের চেয়ে মূল্যবান
তার জন্য বোধ হয় পোষা প্রাণী,
কিংবা একটি কুকুরের উদাহরণ হতে পারে!
সুখ অর্থের কাছে পরাজিত নয়! [বিস্তারিত] -
কোন একদিন
অজানা পথ ধরে
হারিয়ে যাবে বন্ধু তুমি,
আমিও হারিয়ে যাব একদিন [বিস্তারিত] -
মেহেদীর রং মেখে
যখন তুমি ভাবনার রাজ্যে
সাতার কাটবে
তখন তুমি আমাকেই দেখবে। [বিস্তারিত] -
তোমার প্রেমে আমি এতই উন্মত্ত যে,
ভুল করে আমায় পাগল ভেবোনা
কিন্তু ঠিকই আমি উন্মাদ কবি। [বিস্তারিত] -
এভাবেই একেকটি দিন পিছনে চলে যাচ্ছে-
জীবনে অনেক কিছুই হারিয়ে গেছে!
সামনে কি পাবো জানি জানি না।
জীবনের একেকটি ভুল আমার জীবনকে [বিস্তারিত] -
প্রতিটি মুহূর্তেই ভেসে উঠে প্রিয়দর্শিনী’র
মায়াময় মুখখানি।
তার চঞ্চলতা, দুষ্টমি এখনও আমার মনে ঝড় তুলে।
আমি জানি আমি কি হারিয়েছি! [বিস্তারিত] -
তোমার হাসিতে যেন মুক্ত ঝড়ে
ঝড়ে পড়ে গোলাপের পাপড়ি,
তোমার ঠোঁটের আলতো ছোঁয়ায়
ফুলেরা ও যেন লজ্জা পায়। [বিস্তারিত] -
স্রষ্টার প্রেমাস্পন্দনে ব্রতী হয়ে
নিমগ্ন হও জ্যোতির জয়োল্লাসে।
পান কর শরাবান তহুরা
আর মাতাল হয়ে যাও। [বিস্তারিত] -
দেহকে পরিহার করেছি স্বজ্ঞানে
প্রবেশ করেছি আত্মার নিবিড় বনে,
শাশ্বত সত্তার খুঁজে অবিরত ছুটে চলা। [বিস্তারিত] -
তোমারই প্রেমের পরশে
আমার বাড়ে আবেগ আর যাতনা
তোমারই হাসিতে হাসিতে ফুল ঝড়ে,
আর রাতে জোছনার আলো বাড়ে। [বিস্তারিত] -
নিঃশব্দ থেকে শব্দ, কোলাহল!
ধুলোয় মিশিবে আবার শব্দ, কোলাহল!
আবার শব্দ, কোলাহল!
আর ইহাই তার খেলা! [বিস্তারিত] -
তোমার-ই প্রেমে স্পন্দিত এই দেহ,
মনের গহীনে তোমারই প্রেমের ফল্গুধারা।
তোমারই জ্যোতিতে উদ্ভাসিত
আমার এই মন। [বিস্তারিত] -
সবকিছুই একটি আশাহত ধূসর বর্ণের রংচটা,
জীবনের বাকে বাকে চরম বিষন্নতা, দীর্ঘশ্বাস।
নিয়ম আর শৃঙ্খলিত জীবনে
অবরুদ্ধ দেহ-মন, [বিস্তারিত] -
হে মুসলমান ত্যাগ কে শক্তিতে পরিণত করো
আর ধারণ করো হৃদয়ে হোসাইনী আদর্শ।
যে আদর্শের শরাবের পেয়ালা পান করেছেন হোসাইন,
তুমিও পান করো আদর্শের শরাবের পেয়ালা। [বিস্তারিত]