www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার জন্যই আমি

হে প্রিয়...!
কেন তব এ বিবাদ..আমি তো তোমায় ভালবেসেছি
দিগন্ত-কে প্রশ্ন কর...কর সেই রাতের মায়াকে..
তোমার সুগন্ধ মাখা  চিবুকে আমি তোমারেই দিয়েছে ভালবাসার স্পর্ষ..;
কেন তব এ বিচ্ছদের সুর কন্ঠে...
তুমি যেতে চাও কোথায়..যেথা আমি নই...?
কথার পিঠে কথা দিয়েছিলে এ হাত ছাড়বে না কভু...
শিমুল তলে দাঁড়ায়ে ভালবেসেছিনু ...সেই গন্ধরাজকে প্রশ্ন কর তুমি..
তোমার দেয়া গোলাপ আমি তোমারে দিয়েছি...
কী ভুল ছিল বলো...?...আমিতো আমার ভালবাসাকেই দিয়েছি...!
যার শোভা বর্ধণ করেছিলে সেতো তুমিই ছিলে...!
জীবন অনেক কঠিন..সহজ কী ছিল তোমার-আমার মিলন..!
তবুতো এই ভাল থাকা ছিল..প্রেম ছিল নয়নে আমাদের.!!
যাও তব এ হাত ছেড়ে..আমি অশ্রু ঝড়াবো না কোন কারনে..!
আমার আমৃত্ত খুশি শুধু তুমি..শুধু তুমি..!!
আমাদের ভালবাসার পুথিমালা গাইবে সুরেলা পাখি..
বলবে সে ভালবাসার কথা রুপসা নদী..।
আমার কোন ভালবাসাই ধড়লো না তোমায়..আর কী দিবো..?
সব আনন্দ যে শুধু তুমি...কী করে ভোলাবো তোমায়..?
আমার মৃত্তু তোমার কামনা নয়..
তারপরও আমার মৃত্তু যদি তোমায় খুশি করে..সেই মৃত্তু চাই আমি..!
তুমি কাদবেঁ না জানি...ভাল যেখানে...সেথায় হোক তোমার স্থান।
আমার নিয়তী আজ তোমায় দিয়ে যাই...
সুখে থাকা হোক সর্বময় তোমার..।
তারপরও পারবো না সে কাজ করতে...সেই পবিত্র বন্ধন ভাঙ্গতে...!
তুমি শুধুই আমার...আমি শুধুই তোমার...।।


লেখার সময়-১৯শে-এপ্রিল-২০১৫ ইং

19th-APR-2015
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast