www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তৃণসম দেহ মিথ্যার কাছে

তৃণসম দেহ মিথ্যার কাছে
মোঃ রায়হান কাজী
________________________

ন্যায়ের দন্ড প্রত্যের কাছে পৌছানোর
যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ অর্পণ করেছি নিজে।
নিয়েছি শাসনভার শিরোধার্য সবিনয়ে,
সে গুরুসম্মান কার্যে কখনো ভয় করিনা।

দুরূহ কাজকর্মের কারণে আদেশ দেওয়া,
ক্ষমা যেন রুদ্র জলধারার অববাহিকায়
ক্ষীণ দুর্বলতা অসুবিধার ফাঁকে সুকৌশলে।
যেন হতে পারি নির্দেশক এই পথে ঘুরেফিরে,
ক্লান্ত বরষণময় দিনে আগুনের দমকা ছুটে।

মিথ্যার যোগে রসনাময় কথাবার্তা গুলি শুনি,
তাল মিলাতে গিয়ে একটুও না ভেবে শুরু করি।
সত্যবাক্য বুঝি আড়াল খোঁজে মিথ্যার কাছে,
ন্যায়দন্ড কেন আজ পিছিয়ে আছে থমকে জনসমুদ্রে?
তবুও কুমন্ত্রণা দিতে হাজারো লোকজন মুখিয়ে থাকে,
ভালোজন খুঁজে পাওয়া ভার এ সময়ের ছেঁড়া জালের অন্তরালে।

সত্যবাক্য ফুটে ওঠে অনেকটা পথ পিছনে ফেলে,
যেখানে মিথ্যায় ছিলো একান্ত কাম্য সবার কাছে।
তবে সত্য উদঘাটনে বদ্ধপরিকর হয়ে যুগান্তরে,
কেউ না কেউ হাতরে বেড়ায় পথেঘাটে জনস্রোতে।
উত্তপ্ত পরিস্থিতির ঝার্ণাদ্বারার কিনারা ঘিরে,
মিথ্যার জালে অনেকে যায় জড়িয়ে অচেতনের বেশ ধরে।
ঘৃণা যেন তৃণসম দেহ অন্যায়ের কাছে যে সহে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast