দু’জনা
দু’জনা
মোঃ রায়হান কাজী
২৮-০৪-২৪ইং
--------------------
আমি ক্লান্ত,
কোন নেশার ঘরে আজ বিভ্রান্ত।
ছুটছি আমি দিগন্তের অন্তিম প্রান্তে,
সর্বস্ব হারিয়ে বিলিন হয় যদি দিগন্তে
তবে তোমার মাঝেই আঁকবো আদোপ্রান্ত ।
এই গোধূলীলগ্নে নীলছে খোলসে
উড়ে যাও যদি সবছেড়ে নীলছে আকাশে
তবুও তোমার ছবি আঁকবোই
মাধরী মিশিয়ে নতুন সুর বাঁধবই।
শুধু তুমি আমাকে দূর থেকে ডেকো
মন মসজিদে আরাধোনা করো।
স্বপ্নে এসে ছুঁয়ে দিয়ে ভালোবাসা বিলিও
আলতো স্পর্শে তোমার বুকে জড়িয়ে নিও।
ভালোবাসার ঘর বাঁধবো তোমার সনে
যতি একটু জায়গা দেও তোমার মনের কোণে।
হৃদয় দিয়ে শিকড় হয়ে তোমায় আঁকড়িয়ে রাখবো
ভালোবাসার বন্ধনে দু’জনায় বহুদূরে হারাবো।
মোঃ রায়হান কাজী
২৮-০৪-২৪ইং
--------------------
আমি ক্লান্ত,
কোন নেশার ঘরে আজ বিভ্রান্ত।
ছুটছি আমি দিগন্তের অন্তিম প্রান্তে,
সর্বস্ব হারিয়ে বিলিন হয় যদি দিগন্তে
তবে তোমার মাঝেই আঁকবো আদোপ্রান্ত ।
এই গোধূলীলগ্নে নীলছে খোলসে
উড়ে যাও যদি সবছেড়ে নীলছে আকাশে
তবুও তোমার ছবি আঁকবোই
মাধরী মিশিয়ে নতুন সুর বাঁধবই।
শুধু তুমি আমাকে দূর থেকে ডেকো
মন মসজিদে আরাধোনা করো।
স্বপ্নে এসে ছুঁয়ে দিয়ে ভালোবাসা বিলিও
আলতো স্পর্শে তোমার বুকে জড়িয়ে নিও।
ভালোবাসার ঘর বাঁধবো তোমার সনে
যতি একটু জায়গা দেও তোমার মনের কোণে।
হৃদয় দিয়ে শিকড় হয়ে তোমায় আঁকড়িয়ে রাখবো
ভালোবাসার বন্ধনে দু’জনায় বহুদূরে হারাবো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৯/১২/২০২৪খুব সুন্দর কবিতা। তবে এটার বিষয়শ্রেণি- অন্যান্য কেন?
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৫/২০২৪অনন্য
-
আলমগীর সরকার লিটন ২৯/০৪/২০২৪চমৎকার এক ভাবনা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০৪/২০২৪সুন্দর হয়েছে কবি।