আনমনে
আনমনে
মোঃ রায়হান কাজী
২৪-০৪-২৪ইং
আনমনে কত স্বপ্ন বুঁনি,
বাস্বতা না তোমায় খুঁজি
হৃদয় জুড়ে তোমার মায়া
রেখেছি আমি ইচ্ছে ছায়া
কল্পনারি গল্পকথা
তুমি ছুঁয়ে দিলে পাবে পূর্ণতা
সেই অপেক্ষার প্রহর গুণে
যাচ্ছে সময় মিথ্যা আশ্বাসে।
নীলছে ছায়া গোধূলী মায়া
বহুদূর পথ ফেরিয়ে একা
আমায় কেন আকড়ে নিলে
তোমার ভালোবাসা দিয়ে
ইচ্ছে খামে তোমার নামে
চিঠি পাঠালাম মেঘের দেশ
মনের কোণে রঙ মিছিলে
তোমার ছবি আঁকা হৃদ পিঞ্জরে
মোঃ রায়হান কাজী
২৪-০৪-২৪ইং
আনমনে কত স্বপ্ন বুঁনি,
বাস্বতা না তোমায় খুঁজি
হৃদয় জুড়ে তোমার মায়া
রেখেছি আমি ইচ্ছে ছায়া
কল্পনারি গল্পকথা
তুমি ছুঁয়ে দিলে পাবে পূর্ণতা
সেই অপেক্ষার প্রহর গুণে
যাচ্ছে সময় মিথ্যা আশ্বাসে।
নীলছে ছায়া গোধূলী মায়া
বহুদূর পথ ফেরিয়ে একা
আমায় কেন আকড়ে নিলে
তোমার ভালোবাসা দিয়ে
ইচ্ছে খামে তোমার নামে
চিঠি পাঠালাম মেঘের দেশ
মনের কোণে রঙ মিছিলে
তোমার ছবি আঁকা হৃদ পিঞ্জরে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৯/১২/২০২৪
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০৪/২০২৪সুন্দর মনের সুন্দর কবিতা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০৪/২০২৪অনন্য
-
ফয়জুল মহী ২৫/০৪/২০২৪অসামান্য উপস্থাপন প্রিয় কবি শুভেচ্ছা শতত শুভ কামনা নিরন্তর
কবিতাটি কিন্তু ভালো হয়েছে।