ঈদ২
ঈদ
মোঃ রায়হান কাজী
-------------------
ঈদ মানে আনন্দ উল্লাস,
মুসলিম উম্মাহদের কাছে।
তাইতো সবাই হৃদ গভীরে
শাওয়ালের বাঁকা চাঁদ আঁকে।
বছর ঘুরে এলো আবার
আসমানী খুশির ধারা।
সেই খুশিতে হাসছে দেখ,
শিশু কিশোর আর তারা।
সিয়াম সাধন করেছি আমরা
পুরো একটা মাস জুড়ে।
সাথে ছিলো তারাবি আর
ইফতারের পূর্ণতা ঘিরে।
ধনী-গরিব একত্রিত হয়ে
দুঃখ গ্লানি পেছনে ফেলে,
চলো সবাই যায় ঈদগাহে
বাঁকা ঠোঁটে খুশির বার্তা নিয়ে।
সাম্যের গীত আজ জুড়ে থাক,
সকল মুসলিম উম্মাদের মাঝে।
মোঃ রায়হান কাজী
-------------------
ঈদ মানে আনন্দ উল্লাস,
মুসলিম উম্মাহদের কাছে।
তাইতো সবাই হৃদ গভীরে
শাওয়ালের বাঁকা চাঁদ আঁকে।
বছর ঘুরে এলো আবার
আসমানী খুশির ধারা।
সেই খুশিতে হাসছে দেখ,
শিশু কিশোর আর তারা।
সিয়াম সাধন করেছি আমরা
পুরো একটা মাস জুড়ে।
সাথে ছিলো তারাবি আর
ইফতারের পূর্ণতা ঘিরে।
ধনী-গরিব একত্রিত হয়ে
দুঃখ গ্লানি পেছনে ফেলে,
চলো সবাই যায় ঈদগাহে
বাঁকা ঠোঁটে খুশির বার্তা নিয়ে।
সাম্যের গীত আজ জুড়ে থাক,
সকল মুসলিম উম্মাদের মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৩/০৪/২০২৪সুন্দর লেখেছেন!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০৪/২০২৪গ্রেট
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০৪/২০২৪অসাধারণ।
-
মধু মঙ্গল সিনহা ১৩/০৪/২০২৪খুব সুন্দর ঈদের কবিতা।