ভালোবাসার অনুভূতি
ভালোবাসার অনুভূতি
মোঃ রায়হান কাজী
--------------------
ভালোবাসি বললেই তো আর ভালোবাসা হয় না,
ভালোবাসা হচ্ছে আবেগ অনুভূতি উপলব্ধির সমন্নয়।
মুখে ভালোবাসি বলাটা হয়তো-বা ভালো লাগা,
কিন্তু মন থেকে কাউকে অনুভব করাটা ভালোবাসা।
একপা দু'পা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে এসে,
দিনশেষে উদাসীন মনটা আনমনে কাউকে ভাবলে
তাকে কি ভালোবাসা বলে, তা অবুঝ মনটা জানে না?
তবে এতটুকু জানি অনুভবেও ভালোবাসা থাকে।
কেউ হয়তো নিঃশব্দে কাঁদে গভীর রাতে অন্ধকারে,
কেউবা মুচকি হাসে ক্লান্তিহীন উদাসীন দুপুরে।
আগন্তুক এসে বললো কেন আছ চুপ করে?
হৃদয়ের অব্যক্ত কথা ছড়িয়ে দেও উন্মুক্ত প্রাঙ্গণে।
তবুও ভয়কে জয় করো হৃদযন্ত্রে ধ্বনি তুলে পথ চলো,
সত্য প্রকাশ পাবে ভালোবাসা তোমার প্রকাশিত হবে।
হাওয়ার মাঝেও তোমার অপ্রকাশিত কাব্য কথা উঠবে,
মনের মানুষ দেখবে দূর থেকে তোমাকেই অনুভব করবে।
মোঃ রায়হান কাজী
--------------------
ভালোবাসি বললেই তো আর ভালোবাসা হয় না,
ভালোবাসা হচ্ছে আবেগ অনুভূতি উপলব্ধির সমন্নয়।
মুখে ভালোবাসি বলাটা হয়তো-বা ভালো লাগা,
কিন্তু মন থেকে কাউকে অনুভব করাটা ভালোবাসা।
একপা দু'পা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে এসে,
দিনশেষে উদাসীন মনটা আনমনে কাউকে ভাবলে
তাকে কি ভালোবাসা বলে, তা অবুঝ মনটা জানে না?
তবে এতটুকু জানি অনুভবেও ভালোবাসা থাকে।
কেউ হয়তো নিঃশব্দে কাঁদে গভীর রাতে অন্ধকারে,
কেউবা মুচকি হাসে ক্লান্তিহীন উদাসীন দুপুরে।
আগন্তুক এসে বললো কেন আছ চুপ করে?
হৃদয়ের অব্যক্ত কথা ছড়িয়ে দেও উন্মুক্ত প্রাঙ্গণে।
তবুও ভয়কে জয় করো হৃদযন্ত্রে ধ্বনি তুলে পথ চলো,
সত্য প্রকাশ পাবে ভালোবাসা তোমার প্রকাশিত হবে।
হাওয়ার মাঝেও তোমার অপ্রকাশিত কাব্য কথা উঠবে,
মনের মানুষ দেখবে দূর থেকে তোমাকেই অনুভব করবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাওন সিংহ ১০/০৫/২০২৪ভালো
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১০/২০২৩ভালো।
-
মাহতাব বাঙ্গালী ২৬/১০/২০২৩ভালোবাসার সুন্দর অনুভবের কবিতা; পাঠে মুগ্ধতা এনেছে; ভালো লেগেছে প্রিয়কবি
-
আলমগীর সরকার লিটন ২৫/১০/২০২৩ভালবসতে কোন কিছু লাগে না
শুধু সুন্দর মন -মন -
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/১০/২০২৩অসাধারণ
-
ফয়জুল মহী ২৩/১০/২০২৩বাহ অসাধারণ ❤