উদাসীন দিনে
উদাসীন দিনে
মোঃ রায়হান কাজী
-------------------
উদাসীন কোন একদিনে উন্মুক্ত প্রাঙ্গণে,
সব ব্যাকুল স্মৃতিগুলো যদি মনে ভর করে।
তবে ক্লান্ত নিথর দিনান্তের অন্ত উৎসবে,
সজীবতা ফিরে আসুক সূর্য উদয়নের আশ্বাসে।
তাহার ক্ষণিকের মধুর কথার আনুরাগে,
যদি প্রাণে আবার দোলা লাগে নতুন করে।
তবে আবারও বর্ণিল আলোয় প্রজ্জ্বলিত হোক,
ধূসর দিবসের গ্লানিবোধটুকু নিস্তেজ দেহে।
আজ না হয় কিছু ভাস্কর আঁকি বেলাশেষে,
তুমি থাকলে না হয় কল্প হয়ে আমার পাশে।
সাঙ্গ হলে সব কর্ম প্রকাশের সাধন স্তব্ধ সুরে,
পাশে থাকবে তো ঠিক বক্ষদিয়ে আঁকড়িয়ে।
কোলাহল হলে অবসান গৃহকর্ম মহাসমারোহে ,
শেষের সভায় তখন ডাকবে কি আমাকে নাম ধরে?
নাকি আলো নিভিয়ে ঘুটঘুটে অন্ধকারের চারদেয়ালে,
অনুভবে মুক্তি নিবে নিঃশব্দে সুন্দরের গান গেয়ে।
মোঃ রায়হান কাজী
-------------------
উদাসীন কোন একদিনে উন্মুক্ত প্রাঙ্গণে,
সব ব্যাকুল স্মৃতিগুলো যদি মনে ভর করে।
তবে ক্লান্ত নিথর দিনান্তের অন্ত উৎসবে,
সজীবতা ফিরে আসুক সূর্য উদয়নের আশ্বাসে।
তাহার ক্ষণিকের মধুর কথার আনুরাগে,
যদি প্রাণে আবার দোলা লাগে নতুন করে।
তবে আবারও বর্ণিল আলোয় প্রজ্জ্বলিত হোক,
ধূসর দিবসের গ্লানিবোধটুকু নিস্তেজ দেহে।
আজ না হয় কিছু ভাস্কর আঁকি বেলাশেষে,
তুমি থাকলে না হয় কল্প হয়ে আমার পাশে।
সাঙ্গ হলে সব কর্ম প্রকাশের সাধন স্তব্ধ সুরে,
পাশে থাকবে তো ঠিক বক্ষদিয়ে আঁকড়িয়ে।
কোলাহল হলে অবসান গৃহকর্ম মহাসমারোহে ,
শেষের সভায় তখন ডাকবে কি আমাকে নাম ধরে?
নাকি আলো নিভিয়ে ঘুটঘুটে অন্ধকারের চারদেয়ালে,
অনুভবে মুক্তি নিবে নিঃশব্দে সুন্দরের গান গেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৪/০৯/২০২৩
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৯/২০২৩অনিন্দ্যসুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৯/২০২৩অসামান্য
-
আলমগীর সরকার লিটন ১৩/০৯/২০২৩বেশ ভাবনাময়
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৯/২০২৩অসাধারণ!
ভীষণ ভালো লাগল।