জীবনস্রোত
জীবনস্রোত
মেঃ রায়হান কাজী
------------------
আবার কথার টানে ধেয়ে চলা
অন্তীমলগ্নের বাঁকে জীবনস্রোতে।
কামনা-বাসনা সব উপেক্ষা করে,
এগোচ্ছি কোন মহারণে অজানা!
দিন কাটছে বৃষ্টি ফোঁটার সাথে,
এলোমেলো স্বপ্নগুলো বাস্তবতা শিখায়
উপলব্ধি শক্তি জাগরিত হয়ে মানবতা,
নির্জনতায় কেন ভাবের বিন্যাস ঘটায়?
বহুপথে পথিকের বাঁধন ছিড়ে,
অচেনা উদ্দেশ্য বাহির হয়ে রঙ্গপাশে।
তীরে এসে ক্ষণিকের আস্তাচলে বসে,
বাউল সংগীতের সাথে তাল মিলিয়ে।
ব্যর্থ প্রান মিথ্যা অভিযানের রেখা টেনে,
জীর্ণ শাখায় সুখের কুঁড়িগুলো অস্তমিত হয়ে।
ফুল ফুটিয়ে সংশয় বাড়িয়ে অর্মত্য কোনো গানে,
কথার ইতি টানতে চাই জীবন প্রবাহের স্রোতে।
মেঃ রায়হান কাজী
------------------
আবার কথার টানে ধেয়ে চলা
অন্তীমলগ্নের বাঁকে জীবনস্রোতে।
কামনা-বাসনা সব উপেক্ষা করে,
এগোচ্ছি কোন মহারণে অজানা!
দিন কাটছে বৃষ্টি ফোঁটার সাথে,
এলোমেলো স্বপ্নগুলো বাস্তবতা শিখায়
উপলব্ধি শক্তি জাগরিত হয়ে মানবতা,
নির্জনতায় কেন ভাবের বিন্যাস ঘটায়?
বহুপথে পথিকের বাঁধন ছিড়ে,
অচেনা উদ্দেশ্য বাহির হয়ে রঙ্গপাশে।
তীরে এসে ক্ষণিকের আস্তাচলে বসে,
বাউল সংগীতের সাথে তাল মিলিয়ে।
ব্যর্থ প্রান মিথ্যা অভিযানের রেখা টেনে,
জীর্ণ শাখায় সুখের কুঁড়িগুলো অস্তমিত হয়ে।
ফুল ফুটিয়ে সংশয় বাড়িয়ে অর্মত্য কোনো গানে,
কথার ইতি টানতে চাই জীবন প্রবাহের স্রোতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৮/২০২৩নিঃসন্দেহে অনন্য!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৮/২০২৩অসাধারণ
-
ফয়জুল মহী ১১/০৮/২০২৩অসাধারণ
শুভ কামনা রইলো সুপ্রিয় কবি। -
আব্দুর রহমান আনসারী ১১/০৮/২০২৩জীবনস্রোতের চম্ৎকার উপস্থাপনায় সুন্দর কবিতা