www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কানামাছি

কানামাছি
মোঃ রায়হান কাজী
------------------
এইতো আমি এককোণে দাঁড়িয়ে,
দেখছি তোমায় ইচ্ছে হলে সংগোপনে।
কানামাছি খেলে যায় দিনান্ত রবির কিরণে,
ছদ্মনাম নিয়ে বেঁচে আছি জগৎ সংসারে।

কত লোকজন আসে যায় সময়ের চক্রে,
অতৃপ্ত বাসনার কটুকথা স্মৃতি হয়ে থাকে।
যখন যাকে পাই কাছে প্রজাতির বেশে,
ছুঁয়ে দিয়ে রঙ ছড়ায় ক্ষণিকের অনুভূতিটে।

তারপর আবার ছুটে চলা ধূসর নীলাচলে,
পান্থপরিযায়ী পাখি হয়ে পাহাড়-টিলা নদীতে।
প্রকৃতিরই নৈসর্গিক সৌন্দর্যের দৃশ্য বহুমাত্রিকতা,
নেমে আসে পাহাড়ের পাদদেশ শীতল ঝর্ণাধারা।

কিছুটা সময় কাটিয়ে অন্যত্রে উড়াল দিয়ে,
বিশাল আকাশ কেবলই আমায় বিমোহিত করে।
মেঘেদের আনাগোনা শঙ্খচিলের উড়ে যাওয়া,
জোনাকির আলো স্নিগ্ধমায়া হাতছানি দিয়ে ডাকে।

কোলাহল পূর্ণ নগরীতে বারবার ফিরে এসে,
ব্যস্ততম মহানগরীর আনাচে কানাচে তীর্থভ্রমে
তোমাদিগের সাথে চলতে গিয়ে আবেগতাড়িতভাবে,
কানামাছি খেলা খেলতে আমার বদ্ধ ভাল্লাগে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ প্রকাশ।
  • হৃদয়ষ্পর্শী নিবেদন!
  • ফয়জুল মহী ২৪/০৭/২০২৩
    অপূর্ব ভাবনাৱ চমৎকার প্রকাশ
  • সুন্দর। বেশ ভালো।
  • দারুণ
 
Quantcast