যদি ফিরে পেতাম
যদি ফিরে পেতাম
মোঃ রায়হান কাজী
------------------
হারানো দিনগুলো যদি ফিরে পেতাম,
তাহলে চেষ্টা করতাম নিজেকে শুধরাতে।
জরাজীর্ণ জীবনটার গতিপথ ঠিক রেখে,
নীলচে রেখার স্বপ্ন বুনতাম একান্ত মননে।
হারানো দিনগুলো যদি ফিরে পেতাম,
ছুটে যেতাম সবুজের ঘেরা বিস্তৃত দিগন্তে
কৃষ্ণচূঁড়া গাছের নিচে বসে চিত্র আঁকতাম,
প্রকৃতি আর আমার অন্তমিলকে ঘিরে।
হারানো দিনগুলো যদি ফিরে পেতাম,
ঘুরেফিরে চলে যেতাম লাইব্রেরিতে
বিশ্বাস স্থাপনযোগ্য মৌলিক গ্রন্থ খুঁজতে,
যাতে অবিশ্বাস সংকোচন না বাড়ে অন্তরে।
হারানো দিনগুলো যদি ফিরে পেতাম,
পড়তাম আমি সেই বিশুদ্ধ গ্রন্থ যার
শব্দ প্রয়োগের মূল ধাতু, নির্ভুল বানানসহ অর্থ
তোমার ভাষাতেই যেন ফুটে ওঠে ছন্দের মূলসূত্র।
হারানো দিনগুলো যদি ফিরে পেতাম,
তাহলে আমিও বর্ণনা করতাম শিল্পদীর্ঘপথে
প্রকৃতিমাতার অসীম রূপরেখার প্রভাব বিস্তার,
সরল শব্দভান্ডারে সৌন্দর্যের বহিঃপ্রকাশ মুগ্ধতায়।
মোঃ রায়হান কাজী
------------------
হারানো দিনগুলো যদি ফিরে পেতাম,
তাহলে চেষ্টা করতাম নিজেকে শুধরাতে।
জরাজীর্ণ জীবনটার গতিপথ ঠিক রেখে,
নীলচে রেখার স্বপ্ন বুনতাম একান্ত মননে।
হারানো দিনগুলো যদি ফিরে পেতাম,
ছুটে যেতাম সবুজের ঘেরা বিস্তৃত দিগন্তে
কৃষ্ণচূঁড়া গাছের নিচে বসে চিত্র আঁকতাম,
প্রকৃতি আর আমার অন্তমিলকে ঘিরে।
হারানো দিনগুলো যদি ফিরে পেতাম,
ঘুরেফিরে চলে যেতাম লাইব্রেরিতে
বিশ্বাস স্থাপনযোগ্য মৌলিক গ্রন্থ খুঁজতে,
যাতে অবিশ্বাস সংকোচন না বাড়ে অন্তরে।
হারানো দিনগুলো যদি ফিরে পেতাম,
পড়তাম আমি সেই বিশুদ্ধ গ্রন্থ যার
শব্দ প্রয়োগের মূল ধাতু, নির্ভুল বানানসহ অর্থ
তোমার ভাষাতেই যেন ফুটে ওঠে ছন্দের মূলসূত্র।
হারানো দিনগুলো যদি ফিরে পেতাম,
তাহলে আমিও বর্ণনা করতাম শিল্পদীর্ঘপথে
প্রকৃতিমাতার অসীম রূপরেখার প্রভাব বিস্তার,
সরল শব্দভান্ডারে সৌন্দর্যের বহিঃপ্রকাশ মুগ্ধতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৬/০৬/২০২৩Valo
-
আলমগীর সরকার লিটন ০৬/০৬/২০২৩সুন্দর
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৬/০৬/২০২৩👍😍👍
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০৬/২০২৩অতি সুন্দর!
-
ফয়জুল মহী ০৫/০৬/২০২৩অত্যন্ত সুন্দর লিখেছেন